আষাঢ়ে প্র্রেম বর্ষার আদম্বিনী

আষাঢ়ে প্র্রেম বর্ষার আদম্বিনী

Written By Asmina Khatun

যেতে যেতে ভেসে, থেমেছ আমার বুকে আজ অবশেষে। দিয়েছো ঝরিয়ে, তোমার সব সুখ বৃষ্টি,
উড়িয়ে কালো কেশ। ভিজেছি তোমার সাথে গড়েছে স্বপ্নের এক দেশ।
জানি তুমি যাবে চলে, আজি যে আষাঢ়ের শেষ।

ক্লান্ত চোখ, ক্লান্ত হৃদয়
দুঃখ-কষ্টে অশ্রু ভরা,তোমার এ বিদায়।
আকাশ বাতাস নদী সাগর
তোমায় ছাড়া সবই আজ
যেন সহিষ্ণু সাগর।

পারিলে এসো ফিরে,
হয়ে আশ্বিনের সূর্যের লাজ
একটু উঁকি দিও মেঘ সরিয়ে ধীরে
রাখবো তোমার জন্য শুভ্র কাশের পালকি
সাজিয়ে,
পাবো যে আবার তোমায় ফিরে।

2 Responses

Leave a Reply to Asmina Khatun Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Share:

RECENT POSTS