ভালোবাসাময় আবদার

ভালোবাসাময় আবদার

Written By Taniya Parvin

ধরো, কাল তোমার পরীক্ষা
রাত জেগে পড়ার টেবিলে বসে আছো,
ঘুম আসছে না তোমার।
হঠাৎ করে ভয়ার্ত কন্ঠে উঠে আমি বললাম
ভালোবাসো?
তুমি কি রাগ করবে ?
নাকি উঠে এসে জড়িয়ে ধরে বলবে
ভালোবাসি ভালোবাসি।

ধরো ,কান্ত তুমি অফিস থেকে সবে ফিরেছো
ক্ষুধার্ত, তৃষ্ণার্ত, পিরীত
খাবার টেবিলে কিছু তৈরি নেই,
রান্নাঘর থেকে বেরিয়ে ঘর্মাক্ত আমি
তোমার হাত ধরে বলি ,
ভালোবাসো?
তুমি কি বিরক্ত হবে
নাকি আমার হাতে আরেকটু চাপ দিয়ে বলবে,
ভালোবাসি ভালোবাসি ।

ধরো, দুজনে শুয়ে আছি পাশাপাশি
সবেমাত্র ঘুমিয়েছ তুমি,
দুঃস্বপ্ন দেখে আমি জেগে উঠলাম
শশব্যস্থ হয়ে তোমাকে ডাক দিয়ে যদি বলি,
ভালোবাসো?
তুমি কি পাশ ফিরে শুয়ে থাকবে
নাকি হেসে উঠে বলবে,
ভালোবাসি ভালোবাসি।

ধরো, অফিসের একটি জরুরি মিটিং এর জন্য
মনযোগ সহকারে কাজ করছ,
তখন যদি আমি আলতো করে তোমার কাঁধে মাথা
রেখে বলি,
ভালোবাসো?
তুমি কি সেটা অবজ্ঞা করবে?
নাকি হালকা হেসে এক হাত দিয়ে আমাকে নিজের
সাথে আরো একটু মিশিয়ে বলে উঠবে ,
ভালোবাসি ভালোবাসি।

ধরো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি দুজনে
মাথার ওপর তপ্ত রোদ, বাহন পাওয়া যাচ্ছে না
এমন সময় হঠাৎ পথ রোধ করে যদি বলি,
ভালোবাসো?
তুমি কি হাত সরিয়ে দেবে ?
নাকি রাস্তায় সবার দিকে তাকিয়ে আমার কাঁধে
হাত রেখে বলবে ,
ভালোবাসি ভালোবাসি ।

ধরো,একটি টিনের ছাউনির চায়ের দোকানে বসে আছি দুজনে ,
বাইরে প্রচন্ড বৃষ্টি এবং ঝড় হচ্ছে গন্তব্যে পৌঁছাতে
পারছি না
এমন সময় আমি যদি তোমার দিকে তাকিয়ে বলে
উঠি ,
ভালোবাসো?
তুমি কি বিরক্তি প্রকাশ করবে?
নাকি ঝড়ে এলোমেলো হয়ে যাওয়া আমার
চুলগুলো
কানের পাশে যত্ন সহকারে গুজে দিয়ে কানের কাছে
মুখ এনে বলে উঠবে
ভালোবাসি ভালোবাসি।
ধর

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: