মধ্যরাতের ভৌতিক খেলা – বাংলা ভৌতিক গল্প

মধ্যরাতের ভৌতিক খেলা - বাংলা ভৌতিক গল্প

Written By Taniya Parvin

আমরা নানান জায়গায় নানান মানুষদের বিভিন্ন ধরনের Haunted games খেলতে দেখেছি এবং শুনেছি ……
যেমন – Charlie Charlie, bloody Mary, uja board etc ……
এই গেমগুলো খেলার সময় বলা হয়ে থাকে এটার সাহায্যে আমরা অন্য দুনিয়ার negative energy বা আত্মাদের সাথে যোগাযোগ করতে পারি অথবা তাদের সাথে কথা বলতে পারি।
এই সমস্ত গেমগুলো খেলার সময় শুরু হয় 3.00a.m থেকে…..
3.00-4.00 a.m মধ্যে সময়টাকে devil’s hours বলা হয়ে থাকে ।
এমন বলা হয় যে এই সময়ের ভেতর negative energy খুব সহজেই আমাদের দুনিয়ার সাথে যোগাযোগ করতে পারে ।
আজকে আমরা জানবো এমনই একটা haunted game সম্পর্কে ” The Midnight Man “
বাকি haunted game গুলোর মত the midnight man game তিনটে থেকে শুরু না হয় মধ্যরাত্রি মানে রাত বারোটার সময় থেকে শুরু হয় ।
বলা হয় যে এই গেমটি খেলে নেগেটিভ এনার্জিদের অন্য দুনিয়া থেকে আমাদের দুনিয়াতে নিয়ে আসা সম্ভব।
এটি এতটাই ভয়ানক যে এই গেমটি খেলার সময় কোন ক্ষুদ্রতম ভুলও আপনাদের জন্য প্রাণঘাতী হতে পারে অথবা আপনারা সারা জীবনের জন্য মানসিক সন্তুলনও হারিয়ে ফেলতে পারেন।
বলা হয়েছে যাদের যাদের মৃত্যু এই গেমটি খেলার মাধ্যমে হয়ে থাকে তাদের আত্মারা এই ritual/ game -টির মধ্যে আটকে থেকে যায়।
এই গেমটি খেলার সময় যেই যেই জিনিসের দরকার সেগুলি হল-
1. একটি সাদা কাগজ
2.একটি দেশলাই
3.একটি মোমবাতি
4.লবণ
5.একটি সূচ
ঠিক রাত বারোটার সময় থেকে এই গেমটি শুরু হয়।

golper-adda-midnight-horar


রাত বারোটা বাজার আগেই আপনাদের টা সাদা কাগজের উপর নিজের নাম লিখে সূচের সাহায্যে নিজের কয়েক ফোটা রক্ত ওই পেপারের ওপর লেখা নিজের নাম তার ওপর ফেলতে হবে।
আপনাদের সারা বাড়ির প্রতিটা লাইট বন্ধ করে দিতে হবে । কোনরকম কোন ক্ষুদ্রতম লাইটও যেন জালানো না থাকে।
আর একটা জিনিসের খেয়াল রাখতে হবে যে, যে এই গেমটা খেলছে সে যেন বাড়িতে সম্পূর্ণ একা থাকে থাকে।
তারপর ওই কাগজটি আপনাদের মেন গেটের একদম বাইরে রাখতে হবে ।
অবশেষে ওই কাগজটির ওপর একটি মোমবাতি রেখে সেটাকে দেশলাইয়ের সাহায্যে জ্বালাতে হবে । কোনরকম লাইটার ব্যবহার করা যাবে না ।
এটা হয়ে যাবার সাথে সাথেই দরজা বন্ধ করে নিজের বেডরুমে চলে আসতে হবে।
আপনারা খেয়াল করে থাকবেন এখনো পর্যন্ত আমরা লবণ ব্যবহার করিনি ।
লবণ আমাদের প্রাণ বাঁচানোর কাজে লাগবে ।
বেডরুমে চলে আসার পর দরজায় লক করে ভেতর থেকে exactly 22 বার নক করতে হবে।
এবং এটির বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেন ২২ তম নখটি perfectly বারোটার সময়তেই হয়।
ঠিক সেই মুহূর্ত থেকে আপনাদের বাড়িতে the midnight man -এর প্রবেশ ঘটবে । এবং এই গেমটি শুরু হয়ে যাবে।
এই গেমটি শেষ হয়, ঠিক 3.33 a.m এর সময়।
মানে ৩ ঘন্টা ৩৩ মিনিট ধরে আপনাদের বাড়িতে আপনার আশেপাশে midnight man উপস্থিত থাকবে ।
এবং এই সময়ের মধ্যে আপনাকে একটা একটা দেশলাই জ্বালিয়ে রাখতে হবে। অন্ধকার হতে দেওয়া চলবে না।
একটা দেশলাই কাঠি শেষ হওয়ার সাথে সাথেই অন্য একটি দেশলাই কাঠি জ্বালিয়ে ফেলতে হবে।
যদি আপনি নিজের আশেপাশে নেগেটিভ এনার্জি বুঝতে পারেন তাহলে এই লবণের সাহায্যে নিজের চারিপাশে গোল এঁকে দিতে হবে এবং নিজেকে লবণ দিয়ে তৈরি করা সার্কেল এর মধ্যেই রাখতে হবে ।
আর একটা জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে, আপনি যতই ভয় পেয়ে যান না কেন মুখ থেকে কোনরকম কোন আওয়াজ বের হতে দেওয়া চলবে না।
যতক্ষণ পর্যন্ত গেমটা চলবে ততক্ষণ পর্যন্ত আপনার মুখ থেকে কোন আওয়াজ বের করা যাবে না ।
গেমটা চলার সময় আপনাকে যেই ডাকুক না কেন আপনার বাড়ি থেকে বার হওয়া চলবে না ।
যদি আপনি কোনভাবে বাড়ি থেকে বাইরে বার হয়ে যান তাহলে কিন্তু midnight man আপনার উপর রেগে গিয়ে আপনাকে মেরেও ফেলতে পারে ।
যখন midnight man আপনার আশেপাশে থাকবে তখন আপনি নানান paranormal জিনিস বুঝতে পারবেন।
যেমন –
1.হঠাৎ করেই হাওয়া চলতে শুরু করা
2.আপনার রুমের তাপমাত্রা হঠাৎ করে ভীষণ কমে আসা
3.কোন ছায়া নিজের আশেপাশে দেখতে পাওয়া
4.কারোর কান্নার আওয়াজ শোনা
তখনই আপনাদের ওই লবণের ঘেরাটার মধ্যে চলে যেতে হবে ।
যাতে করে midnight man আপনার খুব কাছে না এসে পৌঁছায় ।
আমাদের সবারই একটা অভ্যাস আছে যে, আমরা যদি ভয় পায় তখন আমরা জোরে জোরে আল্লাহ কিংবা ভগবানের নাম নিতে শুরু করি।
কিন্তু এটি তখন করা চলবে না ।
কারণ ,আপনার মুখ থেকে একটি ক্ষুদ্রতম আওয়াজ বেরোনোর সাথে সাথেই midnight man আপনাকে মেরে ফেলবে কিংবা আপনার ব্রেনকে নিজের আয়ত্তের মধ্যে নিয়ে নেবে ।
Midnight man মানুষের মস্তিষ্কের সঙ্গে খেলা করে ।
মানে আপনার মস্তিষ্কের ভেতর কি চলছে সেটা midnight man খুব ভালো করেই বুঝতে পারে।
সে বুঝে যাবে আপনি কোন জিনিসটাতে পৃথিবীর সবথেকে বেশি ভয় পান এবং আপনার সামনে সে সেগুলোই বারবার দেখাতে থাকবে । তাতে করে আপনি সারা জীবনের মতো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন অথবা পাগল হয়ে যেতে পারেন।
The midnight man গেমটি এতটাই বিখ্যাত যে 2013 সালে “the midnight game”নামে A. D. Calvo দ্বারা একটি film -ও release করা হয়।

যেটি march 2 ,2013 “Miami International Film Festival “তে এবং august 12,2014 “United States ( U. S) ” রিলিজ করা হয় ।
শুধু তাই নয় 2016 সালে ” Travis Zariwny ” দ্বারা “The Midnight Man “নামে একটি horror film release করা হয় ।

যেটি September 30,2016 সালে “canada” -তে এবং january 19,2018 সালে “United States” এ রিলিজ করা হয়।
অনেক জায়গায় এটা বলা আছে যে the midnight man game আসলে একটি old pegan ritual যেটাকে সেইসব মানুষদের দিয়ে খেলানো হতো যারা সেই সময়ের রাজা-মহারাজাদের কথা মেনে চলতো না ।
অনেক বিশেষজ্ঞদের মতে “the midnight man “কে the most dangerous game ও বলা হয়ে থাকে ।
এখনো পর্যন্ত জানা যায়নি যে the midnight man আসলে কি ?এবং এটি আসলে সত্যি নাকি নয় ।
কারণ এখনোও পর্যন্ত ইউরোপের মধ্যে যারা যারা এই গেমটি খেলেছে ,তারা সবাই মারা গেছে ।
তো দয়া করে কেউ অতিরিক্ত সাহস দেখিয়ে বাড়িতে এটি খেলতে যাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: