ফিফা বর্ষসেরা ফুটবল | সব গুলা নিয়া নিল? আরো একটি আর্জেন্টিনাময় রাত দেখা হলো? 

ফিফা বর্ষসেরা ফুটবল | সব গুলা নিয়া নিল? আরো একটি আর্জেন্টিনাময় রাত দেখা হলো? 

Written By Kazi Sabiruddin

২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার হিসেবে লিওনেল মেসির নাম সবচেয়ে বেশি জোরেসোরে উচ্চারিত হচ্ছে। যদি খুব বেশি এদিক ওদিক না হয় তাহলে ২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হতে যাচ্ছে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

যারা মনোনিতো হয়েছিলেন

সেরা মহিলা ফুটবলারের দৌড়ে রয়েছেন

  1. আইতানা বোনমাতি (স্পেন/বার্সেলোনা)
  2. দেবিনহা (ব্রাজিল/নর্থ ক্যারোলিনা কারেজ)
  3. জেসি ফ্লেমিং (কানাডা/চেলসি মহিলা দল)
  4. অ্যাডা হেয়ারবার (নরওয়ে/অলিম্পিক লায়োনেস)
  5. স্যাম কের (অস্ট্রেলিয়া/চেলসি মহিলা দল)
  6. বেথ মিড (ইংল্যান্ড/আর্সেনাল মহিলা দল)
  7. ভিভিয়ানে মিয়েদেমা (নেদারল্য়ান্ডস/আর্সেনাল মহিলা দল)
  8. অ্যালেক্স মর্গ্য়ান (আমেরিকা/অরল্য়ান্ডো প্রাইড/স্যান দিয়েগো ওয়েভ)
  9. লিনা ওবেডোর (জার্মানি/উলফসবার্গ)
  10. অ্যালেজান্দ্রা পোপ (জার্মানি/উলফসবার্গ)
  11. অ্যালেক্সিয়া পুতেয়াস (স্পেন/বার্সেলোনা)
  12. উইন্ডি রেনার (ফ্রান্স/অলিম্পিক লায়োনেস)
  13. কাইরা ওয়ালশ (ইংল্যান্ড/ম্যাঞ্চেস্টার সিটি/বার্সেলোনা)
  14. লিয়া উইলিয়ামসন (ইংল্যান্ড/আর্সেনাল)

ফিফা সেরা পুরুষ ফুটবলারের দৌড়ে রয়েছেন

  1. জুলিয়ান আলভারেজ (আর্জেন্টিনা/ম্যাঞ্চেস্টার সিটি)
  2. জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড/বরুসিয়া ডর্টমুন্ড)
  3. করিম বেঞ্জেমা (ফ্রান্স/রিয়াল মাদ্রিদ)
  4. কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম/ম্যাঞ্চেস্টার সিটি)
  5. আর্লিং হালান্ড (নরওয়ে/ম্যাঞ্চেস্টার সিটি)
  6. আশরফ হাকিমি (মরক্কো/পিএসজি)
  7. রবার্ট লেওয়ানডস্কি (পোল্যান্ড/বার্সেলোনা)
  8. সাদিও মানে (সেনেগাল/বায়ার্ন মিউমিখ)
  9. কিলিয়ান এমবাপে (ফ্রান্স/পিএসজি)
  10. লিওনেল মেসি (আর্জেন্টিনা/পিএসজি)
  11. লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া/রিয়াল মাদ্রিদ)
  12. নেইমার (ব্রাজিল/পিএসজি)
  13. মহম্মদ সালাহ (ইজিপ্ট/লিভারপুল)
  14. ভিনিসিয়াস জুনিয়র (ব্রাজিল/রিয়াল মাদ্রিদ)

মহিলাদের ফুটবলে সেরা কোচের দৌড়ে রয়েছেন

  1. সোনিয়া বম্পাস্তোর (ফ্রান্স/অলিম্পিক লায়োনেস)
  2. এমা হেইস (ইংল্যান্ড/চেলসি মহিলা দল)
  3. বেভ প্রিস্টম্য়ান (ইংল্যান্ড/কানাডা জাতীয় দল)
  4. পিয়া সুন্ধাগে (সুইডেন/ব্রাজিল জাতীয় দল)
  5. মার্টিনা ভস-টেকলেনবার (জার্মানি/জার্মানি জাতীয় দল)
  6. সারিনা উইম্যান (নেদারল্যান্ডস/ইংল্যান্ড জাতীয় দল)

পুরুষদের ফুটবলে সেরা কোচের দৌড়ে

  1. কার্লো আন্সেলোত্তি (ইতালি/রিয়াল মাদ্রিদ)
  2. দিদিয়ের দেশঁ (ফ্রান্স/ফ্রান্স জাতীয় দল)
  3. পেপ গুয়ার্দিওলা (স্পেন/ম্য়াঞ্চেস্টার সিটি)
  4. ওয়ালিদ রেগরাগুই (মরক্কো/মরক্কো জাতীয় দল)
  5. লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা/আর্জেন্টিনা জাতীয় দল)

সেরা মহিলা গোলকিপারের দৌড়ে রয়েছেন

  1. অ্যান-ক্যাথরিন বার্গের (জার্মানি/চেলসি মহিলা দল)
  2. মেরি এয়ারপস (ইংল্যান্ড/ম্যাঞ্চেস্টার ইউনাইটেড)
  3. ক্রিশ্চিয়ানে এন্ডলার (চিলি/অলিম্পিক লায়োনেস)
  4. মেরিলি ফ্রমস (জার্মানি/উলফসবার্গ)
  5. অ্যালিসা নাহের (আমেরিকা/শিকাগো রেড স্টার্স)
  6. স্যান্ড্রা পানোস গার্সিয়া-ভিয়ামি (স্পেন/বার্সেলোনা)

সেরা পুরুষ গোলকিপারের দৌড়ে রয়েছেন

  1. অ্য়ালিসন বেকার (ব্রাজিল/লিভারপুল)
  2. ইয়াসিন বৌনোউ (মরক্কো/সেভিয়া)
  3. থিবাউ কুর্তোয়া (বেলজিয়াম/রিয়াল মাদ্রিদ)
  4. এডারসন (ব্রাজিল/ম্যাঞ্চেস্টার সিটি)
  5. এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা/অ্যাস্টনভিলা)

যারা এই প্রতিযোগিতায় এগিয়ে গেছেন

YearRankPlayerTeam(s)Points
ফিফা বর্ষসেরা ফুটবলার পুরুষ ২০২২-২০২৩
2022-20231stLionel MessiParis Saint-Germain52
2022-20232ndKylian MbappéParis Saint-Germain44
2022-20233rdKarim BenzemaReal Madrid34
ফিফা বর্ষসেরা গোলকিপার পুরুষ ২০২২-২০২৩
2022-20231stEmiliano MartinezAston Villa
2022-20232ndThibaut CourtoisReal Madrid
2022-20233rdYassine BounouSevilla
ফিফা বর্ষসেরা কোচ পুরুষ ২০২২-২০২৩
2022-20231stLionel ScaloniArgentina
2022-20232ndCarlo AncelottiReal Madrid
2022-20233rdPep GuardiolaManchester City
ফিফা বর্ষসেরা ফুটবলার মহিলা ২০২২-২০২৩
2022-20231stAlexia PutellasBarcelona
2022-20232ndAlex MorganOrlando Pride
San Diego Wave
2022-20233rdBeth MeadArsenal
ফিফা বর্ষসেরা গোলকিপার মহিলা ২০২২-২০২৩
2022-20231stMary EarpsManchester United
2022-20232ndChristiane EndlerLyon
2022-20233rdAnn-Katrin BergerChelsea
ফিফা বর্ষসেরা কোচ মহিলা ২০২২-২০২৩
2022-20231stSarina WiegmanEngland
2022-20232ndSonia BompastorLyon
2022-20233rdPia SundhageBrazil
ফিফা বর্ষসেরা ফেয়ার প্লেয়ার ২০২২-২০২৩
2022-20231stLuka Lochoshvili
ফিফা পুসকাস আওয়ার্ড ২০২২-২০২৩
2022-20231stErik LamelaTottenham HotspurArsenal
2022-20232ndMehdi TaremiPortoChelsea
2022-20233rdPatrik SchickCzech RepublicScotland
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড ২০২২-২০২৩
2022-20231stআর্জেন্টিনা জাতীয় দলের ফ্যান বুয়েনস আইরেসে এবং জুড়ে।
ফিফা স্পেশাল অ্যাওয়ার্ড ২০২২-২০২৩
2022-20231stPeléTribute and special recognition for contribution to football

বিশ্বের সেরা প্লায়ের জন্য আরেকটি প্রতিবেদন

ট্রাক সুট ছাড়া কোট সুট সেভাবে দেখা যায় না।
একটা গেম জিতে আনন্দ করার আগে গিয়ে বসে পড়তেন পরের গেম এর স্ট্রেটিজি নিয়ে।
ভাঙতে ভাঙতে তলিয়ে যাওয়া আর্জেন্টিনার দুঃসাহসিক হাল ধরার নায়ক।
নিম্ন থেকে উচ্চ মানের সব দল থেকে খুঁজে খুঁজে আসল হীরে তুলে আনেন..
আয়মার, স্যামুয়েল দের নিয়ে এক বিশ্বাস জোগাড় করেন..
প্রথমে দলে নতুন রক্ত ইনক্লুড করেন..
এরপর আনবিটেন রেস শুরু..
তারপর সুপার ক্লাসিকো জয়..
তারপর কোপা আমেরিকা ব্রাজিলের মাঠে জয়..
এরপর বিশ্বকাপ তুলে আনেন সবার সামনে থেকে।
যে আর্জেন্টিনা কে নিয়ে সবাই হাসতে হাসতে আর্জিতেনা বলে উপহাস করতো সেখান থেকে তুলে এনে এক হুংকার ও অহংকার পরিণত করা অভিভাবক। ❤️
অস্থায়ী কোচ হিসেবে এসেছিলেন দিয়ে গেলেন ইতিহাস।
মাস্টার মাইন্ড লিওনেল স্ক্যালোনি আজ বিশ্ব সেরা কোচ.. পেপ , অন্সেলোত্তি দের হারিয়ে।

আপনার প্রাপ্য। 🇦🇷❤️
সব কিছুর জন্যে ধন্যবাদ। ❤️

🙏 একটা সময় আসবে…
আসবেই,
যখন বইয়ের পাতায় রবার্ট ব্রুস আর মাকড়শা’র গল্পের পাশাপাশি #লিওনেল_মেসি’র বারবার হেরে যাওয়ার পরে-
অবসর ভেঙে ফিরে এসে বিশ্বজয়ের গল্প পড়বে একটা নতুন প্রজন্ম।
বইয়ের পাতা থেকে জানবে-
কিভাবে ছোট্ট এক যাদুকর সমস্ত প্রতিবন্ধকতা ছাপিয়ে একটা দলকে টেনে তোলে;
শিখবে-
প্রায় চারটা দশক শত ব্যার্থতা সত্বেও কষ্টের-আক্ষেপের ভাগীদার একটা ফ্যানবেজকে কিভাবে সর্বজয়ের আনন্দে উন্মাত্ব করতে হয়।
ওই প্রজন্ম ভালবাসবে জিবনকে,
ওই প্রজন্ম ভালবাসবে ফুটবলকে।।
✍Kazi Sabiruddin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: