আগে আমাদের জানতে হবে সমাজ কাকে বলে। কাকে বলব আমাদের সমাজ? আমাদের সমাজ হল আমরা যেখানে বাস করি সেই সমস্ত মানুষজন, নানা ধর্মের নানা জাতের মানুষজন নিয়েই গড়ে ওঠে আমাদের সমাজ।
আমাদের এখনকার সমাজ খুবই উন্নত। আর এই সমাজকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে আমাদের নবীন যুবক যুবতীরা। কিন্তু আমাদের সমাজে এখনো রয়ে গেছে কুসংস্কার, নানান বাধা নিষেধ। এখনো মানুষ আগেকার দিনের মতন কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছে না। বিশেষ করে আমাদের এই মুসলিম জাতি তারা এখনো কুসংস্কারেই পড়ে আছে। এই মুসলিম জাতি কিছুতেই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছে না আর এই কারণেই এই মুসলিম ধর্মের মেয়েরা সমাজে এগিয়ে আসতে পারছে না আর এই জন্যই তারা অনেক পেছনে পড়ে আছে। আমরা জানি মহিলারা ক্ষমতাসিল তারা চাইলেই সব অসাধ্য সাধন করতে পারে কিন্তু মুসলিম পরিবারের মেয়েদের মা, বাবা ,দাদু ,ঠাম্মা, মানে তার পরিবার তাদেরকে এগিয়ে যেতে দেয় না। মুসলিম পরিবারের অভিভাবকরা মনে করেন যে মেয়েরা বাইরে কাজ করতে যাবে এতে সম্মানহানি হবে। দু চার জন লোকে কথা বলবে। পাড়া-প্রতিবেশী কি বলবে এই সবকে বেশি গুরুত্ব দেয় তারা।
কিন্তু সব মুসলিমরা এমন নয় কিন্তু কিছু কেমন রয়েই যায় এখনো সমাজে। আর এই সব থেকে পরিবারকে বের করতে পারে, এখনকার দিনের ছেলেমেয়েরা তারাই পারে তাদের পরিবারকে বোঝাতে পরিবারকে শেখাতে যে মেয়েরা চাইলেই সবকিছুই করতে পারে কোন কিছুতেই মেয়েরা পিছিয়ে থাকবে না মেয়েরাও চাই স্বাধীন স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে, নিজের পায়ে দাঁড়াতে।
মেয়েরাও চাই যে ইনকাম করে তার পরিবারের পাশে দাঁড়াতে বা তাদের কে কোন কিছু উপহার দিতে। তাই আমাদের এই কুসংস্কার থেকে বেরোতে হবে আর সচেতন থাকতে হবে আর সব থেকে বেশি যেটা সেটা হল আমাদের শিক্ষা। আমাদেরকে স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে। আমাদেরকে শিখতে হবে জানতে হবে। তবেই না আমরা সবাইকে জানাতে পারবো শেখাতে পারবো বোঝাতে পারবো। শুধু মেয়ে বলে না। ছেলেদের কেউ কুলে কলেজে যেতে হবে। এখন যুগের বেশি করে চাইল্ড লেবার হয়ে গেছে। আর এর জন্য স্টেপও নেওয়া হয়েছে। শুধু এটাই বলব “be careful” “জাগো পরিবার জাগো” আর সবাইকেই “জাগাও”।