রাজকন্যা এমন একটা শব্দ যা শুনলেই আমরা তার সৌন্দর্য নিয়ে কল্পনা করি। রাজকন্যার গল্প আমরা গল্পতেই শুনেছি, আজ এমনই এক রাজকন্যার গল্প আমরা সত্যিই শুনবো, যে সত্যিই বাস্তবে কোন রাজকন্যা আছে।
রাজকন্যার নাম হল “সেখা মেহেরা” তিনি হলেন আরবের এক অন্যতম ধনী রাজকন্যা। তার পুরো নাম হলো “মেহেরা বিন্ত মোহাম্মদ বিন রাশিদ আল মুক্তম”।তিনি দুবাই শাসক “মুহাম্মদ বিন রাশিদ আল মাখতুমের” তৃতীয় কন্যা “শেখা মেহরা”। শেখা মেহেরা দুবাই শাসকের কন্যাদের মধ্যে সবচেয়ে প্রিয় কন্যা। শেখা মেহরা প্রচুর অর্থ ব্যয় করেন এবং কোন আইন মেনে চলেনা।
দুবাই শাসক অত্যন্ত কঠোর হাওয়াই তার অন্যান্য কন্যারা হিজাব পরে এবং তার সম্পূর্ণ নির্দেশ মেনে চলে কিন্তু শেখা মেহেরা তাদের সকলের থেকে আলাদা কারণ শেখ মোহাম্মদ তাকে সকলের থেকে সুযোগ-সুবিধা বেশি দিয়ে থাকেন। তিনি প্রায় ৩০ বছর আগে গ্রিসের একটি সুন্দরী মেয়েকে বিয়ে করেন। তার নাম যোগ বিগারা বোস। বেশ কয়েক বছর তারা একসাথে সংসার করেছেন এর মধ্যে তাদের দুই সন্তান হয়। একটি ছেলে যার নাম শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ওমেয়ে যার নাম শেখ মেহেরা। কিন্তু এরপর তাদের ডিভোর্স হয়ে যায়।
তাদের কখন এবং কিভাবে ডিভোর্স হয়েছিল সেসব সকলের অজানা। কিন্তু বিগারা বোস তার মেয়ে শেখার সাথে যোগাযোগ রাখেন। মা ও মেয়ের মধ্যে সম্পর্ক অত্যন্ত গভীর তাদের প্রায় বিভিন্ন প্রোগ্রামে একসঙ্গে ছবি তুলতে দেখা যায়। এসবের পরেও শেখা মেহেরা ও শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তার পিতার সাথেই থাকেন। ২০০৯ সাল থেকে শেখা মেহেরা দুবাইয়ে বসবাস শুরু করে এর আগে মেহরা তার মায়ের জন্মভূমি গ্রিসে বাস করত। শেখা মেহেরা অর্ধেক গ্রিসে ও অর্ধেক আরবে কাটিয়েছে।
ছোটবেলা থেকে মেহেরা গতিশীল চরিত্র ও প্রতিযোগিতামূলক মনোভাব দেখিয়েছে। শেখা মেহেরার পোশাক-আশাক অন্যান্য সব কার্যকলাপ দুবাইয়ের সব অন্যান্য মুসলিম মেয়েদের থেকে একদম আলাদা কারণ তিনি শৈশব কাটিয়েছেন যুক্তরাজ্যে এই জন্যই তিনি পশ্চিম সংস্কৃতিতে অভ্যস্ত তাছাড়া তার ওয়েস্টার্ন কালচারের জন্য মেয়েরা সব হিজাব পরলেও শেখা মেহরা পড়তেন না। এর থেকেই বোঝা যায় যে দুবাই শাসক তার মেয়েকে কতটা স্বাধীনতা দিয়েছেন। রাজকন্যা মেহেরার বর্তমান বয়স ২৯ বছর। দুবাই শাসক তার প্রিয় পুত্র হেমাটান কে বয়স হওয়ার সাথে সাথে কাজিনস এর সাথে বিয়ে করতে বাধ্য করেন। কিন্তু মেহেরার বয়স ২৯ হওয়ার পরও তাকে বিয়ে করার জন্য প্রেসারাইজ করা হয়নি আর এর জন্যই শেখা মেহেরা এখন বিবাহিত। লেখা মেহেরা যুক্তরাজ্য থেকে ফিরে দুবাইয়ের বিখ্যাত zayed University থেকে ব্যবসার বিষয়ে graduation করেন।
তিনি তাঁর কার সাথে দুবাই এ অগ্রগতি যেমন উন্নয়ন বাণিজ্যের সাথে দৃঢ়ভাবে কাজ করে যান। এছাড়াও তিনি জীবনকে বিলাসবহুল ভাবে উপভোগ করেন। শেখা মেহরা অনেক দামি দামি জিনিস কেনাকাটা করেন।এবং বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন। ২৯ বছর বয়সে তার ওদের পরিমাণ 1.2 বিলিয়ন মার্কিন ডলার যেটা বাংলাদেশী টাকায় কনভার্ট করলে দাঁড়ায় সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি। রাজকন্যা এই সম্পদ গুলি তার বাবার থেকে পেয়েছেন। আর এই রাজকন্যার শখ হর্স রাইডিং। তার মোট ১১ টি ঘোড়া রয়েছে আর এর মধ্যে ইনি দামি ঘোড়াটা কিনেছেন নিলামে। যার দাম ৩.৬ মিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় এর দাম 38 কোটির বেশি। শখের এই ঘোড়া পালতে প্রতিবছর করেন ৪০ লক্ষ টাকা।
ছাড়া দুটি শখ করে কেনা রয়েল বেঙ্গল টাইগার জন্য ব্যয় করেন এক কোটি টাকা। মেহেরার বিলাসী জীবনের শেষ কিন্তু এখানে নয়। বর্তমানে বিলাসবহুল ভবন প্রিন্সেস প্রহ্নের নিচ তলায় রয়েছে তার স্পেশাল কমপ্লেক্স তার মূল্য ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। এই জায়গাতেই মেহেরা বসবাস করেন ব্যক্তিগতভাবে চলাচলের জন্য ব্যবহার করেন lamborghini, bmw এর মত ব্র্যান্ডেড গাড়ি। তার কাছে প্রায় সব ধরনেরই গাড়ি আছে আর এর মধ্যে সবচেয়ে দামি গাড়িটির নাম mclaren720s spider ভারতীয় মুদ্রায় ১৩ কোটির মতন।
ও একটি গোলাপি রংয়ের Rolls-Royce ghost গাড়ি। তারাও কিছু গাড়িকে তিনি সোনাইমুড়িয়ে রেখেছেন। তিনি গাড়িগুলি তিন থেকে চারবারের বেশি ব্যবহার করেন না। শোনা যায় তার একটি প্রাইভেট জেট ও আছে। শুধু বিলাসিতায় নয় সমাজ সেবাতেও তিনি প্রশংসা অর্জন করেছেন।শেখা মেহেরা দেখতে সুন্দরী হলেও তার চরিত্র ততটাই ভয়ংকর। পশু পাখির প্রতি তার খুবই টান যে কারণে তার বাড়িতেই তৈরি করা হয়েছে প্রাইভেট চিড়িয়াখানা।সেখানে বিলুপ্ত প্রায় সকল ধরনের প্রাণী আছে।আছে দুটো সাদা চিতাবাঘ,সিংহ,হরিণসহ নানা ধরনের প্রাণী। এদের ট্রেনিং দেওয়ার জন্য আফ্রিকা থেকে আনা হয়েছে প্রাইভেট প্রশিক্ষক।
আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেজাজ প্রচণ্ড খারাপ তার মেজাজ খারাপ হলে তিনি কাউকেই পরোয়া করেন না আর এটাই হচ্ছে তার সবথেকে খারাপ দিক। কোন মানুষ তার সাথে কথা বলতে গেলে দশ বার ভেবে কথা বলতে হয়।
2 Responses
Darun🤍
আমি বাংলাদেশী ইয়াকুব কামাল “দুবাই রাজকুমারী শেখ মেহেরার প্রেম” নামক একটি উপন্যাস লেখেছি। এই বইটি দুবাইয়ের অধিপতির রাজকন্যা শেখ মেহেরা ম্যাডামের হাতে দিতে চাই।কি ভাবে দেওয়া যায় সেই বিষয়ে আপনাদের সহযোগিতা চাই। কেউ কি সেই বিষয়ে জানাবেন প্লিজ।
আমার হোয়াটসঅ্যাপ মোবাইল ইমু নাম্বার ০১৬২১৭৪৯২৭৭.
শুভকামনা।