জীবনে success পেতে গেলে কী করতে হবে?

জীবনে success পেতে গেলে কী করতে হবে?

Written By Asmina Khatun

Success কথাটা শুনলেই আমাদের মনের মধ্যে একটা কেমন যেন স্বতঃস্ফূর্ত জেগে ওঠে।
মনে পরে যায় একদম সেই ছোট্ট বেলার কথা।আমার তো মনে পড়েই, তো আপনাদের মনে পড়ে কি না যানিনা আশাকরি আজকের এই blog টা পড়লে আপনাদেরও সেই ছোট্ট বেলার কথা মনে পড়বেই।
ছোটো বেলায় আমাদের বাবা মা বলতেন ভালো করে মন দিয়ে পড়াশোনা কর তবেই, জীবনে কিছু করতে পারবি, অনেক বড় হবি, একজন successfull মানুষ হয়ে উঠবি। আর যদি না ভালো করে পড়াশোনা না করিস তাহলে ভাল মানুষ হয়ে উঠবি না আর, জীবনে success লাভও করতে পারবি না।

তখন ছিলাম অনেক ছোট, তখন আমাদের বোঝার মতন কোন শক্তি হয়নি যে success জিনিসটা কি। তখন মনে মনে বলতাম যে দূর কি সব বলছে বলে যাক ,তখন এই success জিনিসটা আমরা কোন ভাবে গুরুত্ব দিইনি।

আপনি কি স্বপ্ন দেখেন? নিশ্চই দেখেন। প্রতিটি মানুষই আজ কিছু না কিছু স্বপ্ন দেখেন। কিন্তু প্রশ্ন হল কি স্বপ্ন দেখেন? আপনি কতটা ভাবতে পারেন, আপনার স্বপ্ন কতটা বড় হতে পারে? আপনি ঠিক যতটা বড় হবার স্বপ্ন দেখতে পারেন, আপনি ঠিক ততটাই বড় স্বপ্ন achieve করতে পারেন? শুধু বড় বড় স্বপ্ন দেখার হিম্মত চাই।

বাংলায় একটা কথা প্রচলিত আছে যে, “ছেঁড়া কাঁথায় শুয়ে নাকি লাখ টাকার স্বপ্ন দেখতে নেই”। আমি বলব আপনি ছেঁড়া কাথায় শুয়ে আছেন বলেই তো লাখ টাকার স্বপ্ন দেখবেন, একশবার দেখুন। কারন বড় স্বপ্ন ছাড়া জীবনে সফল হওয়া যায় না।

আজ আমাদের দেশে ৯৭ শতাংশ মানুষ অসফল, কারন তারা শুধু তাদের চাহিদা মেটেনোর জন্য স্বপ্ন দেখেন। ফলে প্রতিদিন তারা তাদের স্বপ্নের সাথে compromise করে যান। কিন্তু আপনাকে যদি নাম করতেহয়, ইজ্জত করতে হয়, টাকা income করতে হয় ,অবশ্যই বড় বড় স্বপ্ন দেখতে হবে।

যারা আজ এই পৃথিবীতে সফল হয়েছেন তাদের প্রত্যেকের কিছু না কিছু বড় স্বপ্ন অবশ্যই ছিল। এবার কথা হল, শুধু বড় বড় স্বপ্ন দেখলেই কি জীবনে সফল হওয়া যায়? নিশ্চই নয়। শুধু বড় বড় স্বপ্ন দেখলেই জীবনে সফল হওয়া যায় না, তার জন্য স্বপ্নকে গোলে পরিবর্তন করতে হয়।”no goal means no directions।”

যারা আজ এই পৃথিবীতে সফল হয়েছেন তারা প্রত্যেকেই তাদের স্বপ্নকে গোলে পরিবর্তন করতে পেরেছেন। আপনাকে সফল হতে গেলে আপনাকেও আপনার স্বপ্নকে গোলে পরিবর্তন করতে হবে। কিন্তু কি ভাবে?

স্বপ্ন আমরা প্রত্যেকেই দেখি। কিন্তু বহু মানুষ আছে যাদের বড় স্বপ্ন থাকা স্বত্তেও তারা জীবনে সফল হতে পারে নি। কেন? এর দুটি কারন আছে-

১) প্রথমত, তারা স্বপ্নতো দেখে কিন্তু তারা তাদের স্বপ্নগুলিকে focus না করে problem গুলিকে focus করে ফেলে। ফলে তাদের স্বপ্নগুলি গোলে convert হয় না।

২) দ্বিতীয়ত, কিছু মানুষ আছেন যারা স্বপ্ন দেখান। লক্ষ্যে পৌঁছনোর জন্য কাজও শুরু করেন। কিন্তু কিছু দিন পরে যখন তারা দেখেন তারা তাদের স্বপ্ন achieve করতে পারছেন না, তখন তারা তাদের স্বপ্ন change করে ফেলেন। লক্ষ্য change করে ফেলেন। কর্মক্ষেত্র change করে ফেলেন। সুতরাং আমরা বলব লক্ষ্য change করে লাভ নেই, strategy change করুন।
সবার প্রথমে আপনাকে একটা notebook নিতে হবে। স্বপ্নকে গোলে convert করতে হলে আপনার সব ধরনের স্বপ্নগুলিকে notebook-এ লিখে ফেলতে হবে। প্রশ্ন হল যে notebook এ কেন লিখবো? এবার আমারা যদি আপনাকে প্রশ্ন করি তাজমহল কবার বানানো হয়েছিল?

হাওড়া ব্রিজ কবার বানানো হয়েছিল? দ্বিতীয় হুগলী সেতু কবার বানানো হয়েছিল? মালশিয়ায় twin tower কবার বানানো হয়েছিল? বুর্জ খালিফা কবার বানানো হয়েছিল? আমরা জানি আপনি বলবেন একবার। কিন্তু আমি বলব দুবার। কারন এই প্রত্যেকটা জিনিষ তৈরী করার আগে কাগজে তার নক্সা তৈরী করা হয়েছিল, তবে গিয়েই সেগুলি বাইরে দাড় করানো সম্ভব হয়েছিল।

সুতরাং আপনাকে যদি আপনার স্বপ্নকে গোলে convert করতে হয় তবে আপনার স্বপ্নগুলিকে notebook-এ অবশ্যই লিখে ফেলতে হবে।

1) Personal Dream
সাবার আগে আপনাকে আপনার personal dream লিখতে হবে। আপনি কত সুন্দর একটা বাড়ি তৈরী করাতে পারেন। কোন four wheeler-টা আপনি নিতে চান। ford icon না, Honda city না, Audi সেই গাড়িটার ছবি দিয়ে তা note করে ফেলুন। কোন কোন দেশ আপনি ঘুরতে চান, তা লিখে ফেলুন।

2) Physical Dream
আপনি নিজেকে কি ভাবে দেখতে চান? Physically আপনি কেমন দেখতে হতে পারেন? কারন physically যদি আপনি strong থাকেন, তাহলে আপনি personal life এর সাথে সাথে professional lifeও উন্নতি করতে পারবেন।
3) Educational Dream
আপনি যে profession আছেন সেই profession উন্নতি করতে গেলে আপনাকে কি কি বিষয়ে পরাশুনা করতে হবে। আপনি যদি law নিয়ে পড়তে চান তাহলে আপনাকে আইনি বিষয়ের উপর পরাশুনা করতে হবে। Educational dream-এ আপনি note করুন যে আপনি কোন কোন sector-এ educated হতে চান।

4) Financial Dream
Financial dream-এ আপনি কত টাকা income করতে চান তা লিখে ফেলুন।
5) Social Dream
Social dream এ আপনি সমাজের জন্য কি করবেন তা লিখুন। আপনি মানুষকে কি ভাবে সাহায্য করতে পারেন তা লিখুন। জীবনে সফল হতে গেলে আপনার সমাজের উপর একটা কর্তব্য অবশ্যই থেকে যায়।
6) Spiritual Dream
এখানে আপনি আপনার ভগবানের সাথে কি ভাবে connection রাখতে চান তা লিখুন। ভগবানকে আপনি কতটা বিশ্বাস করেন এবং ভগবানকে আপনি কতটা ভালবাসেন তা লিখে ফেলুন।

আমরা মানুষ কি স্বপ্ন দেখি। আমি একটা সুন্দর বাংলো বাড়ি তৈরী করবো। আমার একটা Mercedes benz গাড়ি থাকবে। আমার একটা সুন্দর life partner হবে। আবার অনেকের মনে এটাও আসতে পারে যে আমি সালমান খান বা সারুখ খান -কে বিয়ে করবো। স্বপ্ন তো, আমরা দেখতেই পারি। সুতরাং স্বপ্ন গুলি লেখার সময় আপনি নিজেকে একদম judge করবেন না যে স্বপ্নগুলি পুরন হবে কি হবে না। যার মনে যা স্বপ্ন আসে সেগুলি মন থকে একদম specific ভাবে লিখে ফেলুন।

স্বপ্নগুলি লেখার পর আপনি আপনার notebook-টা 48 ঘন্টার জন্য বন্ধ করে দিন। যদি সত্যিই আপনি আপনার dream গুলি দেখে থাকেন। এবার আপনার mind-এ এই স্বপ্নগুলি ঘুরতে থাকবে, যে আপনি বাংলো কোথায় বানাবেন? কত বড় বাংল বানাবেন। আপনার Mercedes benz-এর color কি হবে।

Professional life এ একটা উচু লেভেল achieve করতে গেলে আপনাকে কি কি করতে হবে। কোন ধরনের মানুষের সাথে মেলামেশা করা উচিত হবে। মানে যখনি আপনি আপানের স্বপ্নগুলিকে লিখে ফেলবেন, আপনার মনের মধ্যে একটা মারাত্মক লেভেলে উথাল পাথাল শুরু হয়ে যাবে, এবং এই কথাগুলি ভাবতে ভাবতে আপনার 48 ঘন্টাও পার হয়ে যাবে।

এবার 48 ঘন্টা পর আপনি আপনার notebook টা খুলুন। এবং প্রত্যেকটি স্বপ্নকে এক এক করে দেখুন এবং নিজেকে প্রশ্ন করুন যে এই স্বপ্ন গুলি আপনি কেন achieve করতে চান। যেমন আপনি একটা বাংলো বাড়ি বানাবেন, কি কারনে বানাবে? একটা ভাল গাড়ি কিনবেন, কি কারনে কিনবেন?

আপনি professional life এ একটা উচু লেভেল কেন achieve করতে চান? আপনি সালমান খান কে বা সারুখ খান কে কেন বিয়ে করতে চান? ঠিক এই ভাবে যখন আপনি আপনার প্রত্যেটি স্বপ্নের পেছনে ৫ থেকে ৬ টি কারন লিখবেন, এবং আপনার যদি এই কারনের পেছনে সত্যিই দম থাকে তো এই dream গুলিই তৈরী হয়ে যাবে আপনার গোল।

আর যদি আপনি প্রত্যেকটি dream এর পেছনে ৫ থেকে ৬ টি কারন না লিখতে পারেন তো আপনি ভেবে নেবেন যে এগুলি আপনার কোনো গোল নয়, এগুলি শুধুই স্বপ্ন। যা কোনদিন achieve হওয়ার নয়। সুতরাং সেই স্বপ্নগুলি আপনি ভুলে যান। কারন শুধু স্বপ্নের পেছেনে দৌড়ে লাভ নেই, আপনাকে গোলের উপর concentrated করতে হবে, গোলের উপর কাজ করতে হবে। এর পর আপনাকে আরো ৬টি step follow করতে হবে।
1) Dead line
এবার আপনি আবার চলে যান personal dream-এ যেখানে আপনি লিখেছিলেন একটা ভাল বাংলো বাড়ি বানাতে চান, একটা ভাল গাড়ী কিনতে চান। Professional Dream-এ লিখছিলেন ভাল rank achieve করতে চান, সেখানে এবার আপনাকে specific তারিখ দিতে হবে যে ঠিক কোন তারিখে আপনি এগুলি achieve করতে চান। কারন বিনা dead line আপনার এই স্বপ্নগুলি achieve করা সম্ভব হবে না।

আপনি বলতে পারেন যে অনেক মানুষ আছে যারা এই গুলি লেখা ছাড়াই অনেক কিছু achieve করে ফেলেছে। অবশ্যই করেছে, কিন্তু আপনি দেখে থাকবেন তারা short term গোল achieve করেছে।

মানে তারা ২ থকে ৩ বছর অব্ধি ভাবতে পেরেছে, long term গোল achieve করতে পারেনি। সুতরাং আপনি যদি long term গোল achieve করতে চান, মানে আগামী ২০ – ৩০ বছর অব্ধি আপনার lifestyle কেমন হবে তাহলে আপনাকে dream গুলি অবশ্যই লিখতে হবে। তার কারন লিখতে হবে এবং অবশ্যই তার dead line-ও দিতে হবে।


2) Obstacle
অনেক মানুষ আছে তারা স্বপ্নগুলি notebook লিখেছেন, dead line দিয়েছেন কিন্তু তবুও তাদের সফলতা আসেনি। কারন তারা বাধা অতিক্রম করতে পারেন নি। আপনানারও এই স্বপ্ন গুলি পুরন করার সময় অনেক বাধা আসবে। আপনি স্বপ্ন পুরন করার মাঝে কি কি Obstacles আস্তে পারে সেগুলি note করুন। কারন বিনা বাধায় সাফলতা আসবে না।

আপনি যদি আগেই ভেবে নিতে পারেন যে কি কি বাধা আসতে পারে তাহলে সেই বাধাগুলি অতিক্রম করার রাস্তাও আপনার কাছে ধীরে ধীরে চলে আসেবে। এই বাধা গুলি আপনি কি ভাবে অতিক্রম করবেন সেটাও note করুন। আজ অব্দি পৃথিবীতে যারা যারা সফল হয়েছেন তাদের প্রত্যেক কে কিছু না কিছু বাধা অতিক্রম করতে হয়েছে। সুতরাং তা আপনাকেও করতে হবে।
3) Association
আপনি সেই সব মানুষদের নাম লিখুন, সেই সব গ্রুপ এর নাম লিখুন যাদের সঙ্গে থেকে আপনি এই স্বপ্ন গুলি পুরন করতে পারেন। সেই সব সফল মানুষের সাথে আপনাকে associate হতে হবে। আপনি আপনার প্রত্যকটি স্বপ্নের জন্য আলাদা আলাদা মানুষকে choose করুন।

যেমন- আপনি professional life এ একটা ভাল লেভেল achieve করতে চান, তাহলে দেখুন সেই পদে কোনো এমন ব্যক্তি আছে যার সঙ্গ নিলে আপনি এই গোলটা achieve করতে পারেন। তারপর ধরুন আপনার health খারাপ আছে। তাহলে আপনি সেই ব্যক্তির সঙ্গ নিন যার health ভাল। কারন তার কাছেই আপনি জানতে পারবেন health ভাল রাখতে গেলে কি কি করতে হয়। আর আমরা আগেও বলেছি একটি অসফল ব্যক্তি আপনাকে কোনো দিনই সফল বানাতে পারবে না। সুতরাং জীবনে সফল হতে গেলে সৎ ব্যক্তি অথবা সফল ব্যক্তির সঙ্গ নিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: