মেকআপ এর পথে স্বপ্ন পূরণ | মেকআপ হল একটা আর্ট

মেকআপ এর পথে স্বপ্ন পূরণ | মেকআপ হল একটা আর্ট

Written By Asmina Khatun

মেকআপ এই শব্দটা আমার খুবই একটা প্রিয় শব্দ। ছোট থেকেই আমার সাজতে খুব ভালো লাগতো। যখন টিভি সিরিয়ালে নায়ক নায়িকারা সাজতো তখন মনে হতো এরা কিভাবে এত সুন্দর তখন এত বুঝতাম না যে মেকআপ হচ্ছে তাদের আসল কারণ সুন্দর হয়ে ওঠার। তখন মনে হতো এদের মতন যদি হতে পারতাম কত ভালো হতো। যখন বড় হয়ে বুঝতে শিখলাম যে মেকআপ জিনিসটা কি তখন মেকআপ আর্টিস্টদের দিকে খুবই আগ্রহী থাকতাম,কিভাবে মেকআপ করছে তারপর তাদের দেখে ভুল ভাল মেকআপ কিনে ভূতের মতন সাজতাম তখন নিজেকে দেখে খুব হাসি পেতো। যে কি সব করছি তখন ভাবতাম যে ওরা এসব জিনিস নিয়েই তো মেকাপ করছে।

তাহলে আমার কেন হচ্ছে না এই ভেবে খুব মন খারাপ হতো, যখন আরো বড় হলাম তখন মেকআপটাকে বুঝতে শিখলাম যে আসলে শুধু মুখে লেপলেই হবে না মেকআপ সমন্ধে জ্ঞান অর্জন করতে হবে। কোন প্রোডাক্ট নিতে হবে কি করতে হবে কোনটার পর কোনটা মাখতে হবে ,তারপর আস্তে আস্তে নিজের সেলফ মেকআপটাই করতাম ওই শুধুমাত্র স্কুল- কলেজ যাওয়ার সময় মুখে একটুখানি ফাউন্ডেশন লেপে নিয়ে চলে যেতাম ওই যেমন বাড়িতে প্লাস্টার করে তেমন করে। তার থেকেও খারাপ ভাবে মুখে প্লাস্টার করে নিয়ে চলে যেতাম, কিন্তু মেয়েদের জীবন তো এখানে থেমে থাকে না না, তো আমার বিয়ে হল বিয়ে হয়ে যখন স্বামীর কাছে আবদার করলাম মেকআপ শিখব। তো সে আমাকে মেকআপে এডমিশন করে দিল আমি সেই মানুষটার কাছে মেকআপ শিখলাম। যে আমার বিয়েতে আমাকে খুব সুন্দর করে সাজিয়ে তুলেছিল। নিজেকে নিজের থেকেও সুন্দরভাবে তুলেছিলাম।

তার সেই মেকআপ সুন্দর দেখেই আরো ইচ্ছা জাগলো যে হ্যাঁ আমি মেকআপ আর্টিস্ট হবো তো সেই কারণেই স্বামীর কাছে আবদার করা যে আমি মেকআপ শিখব। তো আমার স্বামী আমাকে আমার স্বপ্নের পথে এগিয়ে দিল এখন আমি আমার স্বপ্নের পথেই হাঁটছি আমি মনে করতাম মেকআপ শুধুমাত্র সুন্দর বা ফর্সা মেয়েদের ওপরেই হয়। কিন্তু আমার এই ভুল ভাঙিয়েছে আমার শিক্ষিকা, মেকআপ শিক্ষিকা সুমনা ভট্টাচারিয়া আমাদের যখন মেকআপ শেষ হল তারপর একটা পরীক্ষা দিতে হয় যেটার উপর বেশ করে তিনি আমাদের সার্টিফিকেট প্রদান করবেন। তো তখন মডেলের প্রয়োজন আর এই পরীক্ষায় ভালো খরচা আছে কিন্তু প্রথমবারই এত খরচ করার কথা আমাদের মানা করেছিলেন আমাদের শিক্ষিকা। তো তিনি বলেছিলেন যে মডেল বেশি টাকা দিয়ে নিও না এমন মডেল নেবে যে শুধু রাস্তা খরচ আর খাওয়া খরচ দিলেই আসবে। তো আমি সেই মতন facebook এ এড দিলাম। যে আমার ননপেড মডেল লাগবে, তো অনেক মডেলেরই ইচ্ছে হয়েছিল কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থা অনেক দূরে ছিল তাই তাদের আমি নিলাম না তারপর আমি একটা মডেল পেলাম কিন্তু তার গায়ের রং কালো ছিল আমার তখন তাকে অত পছন্দ ছিল না কিন্তু যখন আমি ম্যাম কে তার আমি ছবি দেখালাম। ম্যাম গায়ের রং কালো মেয়েটিকেই পছন্দ করলো মডেল হিসেবে তখন আমি ম্যাম কে বললাম ওই মেয়েটির গায়ের রং তো কালো তোকে মডেল হিসেবে ভালো লাগবে তখন ম্যাম আমাকে একটা ভালো শিক্ষা দিলেন। যেটাতে করে শিখলাম যে মডেলরা কালো হোক বা বেঁটে হোক তাতে করে মডেলটা খারাপ নয় মডেলদের এক্সপ্রেশন হলো তাদের মডেলিং।

এই মেকআপ স্টেজটা এমনই যাতে করে অনেক সবাই ইনকাম করতে পারবে। যেমন একজন মেকআপ আর্টিস্ট, একজন মডেল, একজন ফটোগ্রাফার। এরা সবাই একটা ইনকাম করতে পারবে। বিশেষ করে মেয়েদের জন্য তো খুবই ভালো একটা পজিশান।
সব মেয়েরা তো আর মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে পারে না বা আবার কারো ইচ্ছাও হয় না এইসব হওয়ার। যার যেমন ইচ্ছে কেউ নায়িকা হতে চাই, কেউবা গায়িকা হতে চাই, কেউবা মেকআপ আর্টিস্ট হতে চাই, কেউবা আঁকার প্রতি ইচ্ছে জাগে অনেক অনেক কিছু হতেই পারে যে যেমন যার যেটা ভালো লাগে। কিন্তু আমার মতে মেয়েদের এটা ভালো একটা স্টেজ বানানোর জায়গা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জায়গা যদি এটাকে কেউ ভালোভাবে নিতে পারে তাহলে সে তো ভালোভাবে তার স্টেজ বানিয়ে নিতে পারবে সে নিজেকে সবার কাছে প্রতিষ্ঠিত, পরিচিত করতে পারবে।

যাইহোক আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই একজন মেকআপ আর্টিস্ট হিসেবে আর কালকেই হলো আমার পরীক্ষা আমার মডেলও আমাকে খুব হেল্প করেছে এবং আমার সাথে খুব কো-অপারেটও করেছে। কাল আমি আমার মডেলকে এক সুন্দর রিসেপশন কনের মতন সাজ দিয়েছি। আর সেই সাজে তাকে খুব সুন্দর লেগেছে। বেশ মানিয়েছে ভালো। একদম যেন নতুন নতুন বউ।

মেকআপ হল একটা আর্ট যেটা কারোর কপি করা না যেটা হচ্ছে আমি কোন একজনকে সাজাবো নিজের মতন করে অন্যভাবে সাজিয়ে তোলা একটু আলাদা রকম করে ভাবা একটু আলাদা স্টাইল বের করা তবেই না মেকআপ আর্টিস্ট আবার অনেকে মেকআপ আর্টিস্ট নিয়ে হাসাহাসিও করে। এমনভাবে বলে যে দূর মুখে যেন বাড়ি প্লাস্টার করার মতন প্লাস্টার করছে। কালার করার মতন কালার করছে। সেইসব মানুষদের জন্য বলছি তারা তো জানেন না আট জিনিসটা কি তাই তারা এসব নিয়ে হাসাহাসি করে। আমি মনে করি মেকআপ আর্টিস্ট মানে খুবই উন্নত মানের একজন মানুষ। যে মানুষদেরকে চিনতে শেখায় যে তারা কতটা সুন্দর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: