মায়েরা যেমন সব কিছুই ছেলেমেয়েদের জন্য sacrifice করেন ঠিক তেমনই বাবারাও অনেক কিছুই sacrifice করেন।
মায়েরা সবসময়ই আমাদের কাছে থাকেন তাই আমরা তাঁকে সব কিছু sacrifice করতে দেখি।কিন্তু বাবারা সবসময় আমাদের কাছে থাকেন না,তাই আমরা তাঁর কোনো কিছুই sacrifice করাকে দেখতে পায়না। আর তিনি যদিও আমাদের কাছে থাকেনও তাও তিনি দেখান না।
আমরা সব ছেলেমেয়েরা যদি খুব দুষ্টুমি করি তখন মায়েরা রেগে গিয়ে বলেন যে তোদের জন্য আমরা কষ্ট করি বা কিছু কিন্তু বাবারা সেটাও বলেন না।”তাঁদের বুক ফাটে তো মুখ ফোটে না”।
এটাই আমাদের বাবা/আব্বা।
[1] বাবাদের শার্ট গুলো বেশিরভাগ মা/সন্তানদের জামাকাপড়ের থেকে দামি হয়না।
[2] বাবাদের আলমারি ভর্তি শার্ট প্যান্ট থাকেনা।
[3] বাবাদের জুতা চলে বছরের পর বছর।
[4] মোবাইল টা একেবারেই নষ্ট না হলে বদলান না।
[5] বাইরে যদি থাকেন বা যান তখন খাবার সময় হলে সবথেকে সস্তা হোটেল খোঁজেন।কিন্তু বউ ছেলেমেয়েরা সাথে থাকলে তাদের জন্য সবথেকে দামি রেস্টুরেন্টটায় নিয়ে যান।
[6] হাতের ঘড়িটার বয়স হয়ে যায় তবুও সেটাই হাতে থাকে…..
[7] একা কোথাও গেলে বাসে চড়ে যান, বা কোনোদিন হেঁটেও যান, রোদ বৃষ্টি মাথায় সঞ্চয় করেন।
[8] বউ সন্তানদের সবচেয়ে দামি জিনিস টা কিনে দেন।আর নিজের বেলায় সবথেকে সস্তা কম দামি জিনিস কেনেন…
[9] নিজের জন্য সবচেয়ে কৃপন বাবারা,সন্তানদের জন্য সবচেয়ে বেহিসাবি।
[10] বেশির ভাগই বাবা ভালোবাসি শব্দটা বলতে পারেন না, কিন্তু করতে জানেন…
[11] বাবারা একান্ত বাধ্য না হলে না বলেন না।
[12] তাঁরা আজীবন তাঁদের ভাগের বিলাসিতার ভাগ দিয়ে বউ সন্তানদের ভালোবেসে গেছেন।
তিনি কোনোদিন খুব কাজের চাপে হয়তো না খেয়েও কাটিয়েছেন।
[13] বাবা হলেন নিম গাছের মতো।যার পাতা তেতো হলেও হাওয়াই সবসময়ই শীতল করে দেয়।
[14]তিনি হলেন সেই সম্মানীয় ব্যক্তি যাঁর এক ফোঁটা ঘামের দাম দিতে আমরা অক্ষম।
[15]বাবা হচ্ছেন মশার কয়েলের মতো,নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে যায় তবুও পরিবারকে সুরক্ষিত রাখেন।
[16]বাবাকে ভালোবাসতে পিতৃ দিবস লাগেনা। প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ডই বাবাকে ভালোবাসা যায়।
[17]একজন বাবা হলেন তিনি, যিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধুমাত্র তোমার ইচ্ছার জন্য।
[18]ভগবানের/আল্লাহর থেকে পাওয়া আমার সব থেকে বড়ো উপহারটিকে আমি বাবা বলে ডাকি।
[19] আপনি পাল্টাতে পারেন কিন্তু আপনার বাবার ভালোবাসা কখনোই পাল্টাবে না।
[20] যদিও বাবার রাগ আমাদের কাছে রাগ বলে মনে হয়, কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা।
“ঘাম ঝরানো পরিশ্রমে
ক্রমে ক্রমে-
খাবার আনেন যিনি,
জন্মদাতা আমার বাবা তিনি ।
নিত্য ভোরে জেগে ওঠেন
কাজে ছোটেন-
রাতে আসেন ফিরে,
সুখের প্রদীপ জ্বলে ওঠে নীড়ে ।
ছুটির দিনে থাকেন ঘরে
আদর করে-
গল্প শোনান কত,
কেউ হবে না আমার বাবার মত ।
বাবার ছবি যত্নে আঁকা
বুকে রাখা-
তিনিই ভালোবাসা,
জীবন যুদ্ধে দেখান আলো-আশা ।”
“এটাই আমাদের বাবা”।
“খুঁটি ছাড়া যেমন বাড়ি দাঁড়াই না, ঠিক তেমনই বাবা ছাড়া পরিবার অচল।”
“ছাতা ছাড়া যেমন বৃষ্টি ঠেকানো যায় না, তেমনই বাবা ছাড়া বিপদ সামলানো যায় না।”
বাবা হলেন বাড়ির ছাদের মতোন,যে বউ সন্তানদের ছায়া দিয়ে রাখেন।মুখ ফুটে কিছুই বলেন না। “
I love you papa ♥️ really love you 😍
4 Responses
Sundor anek sundor
Thank you 😊
Nice
Thank you 😊