হারানো সেই দিনের কথা

হারানো সেই দিনের কথা

Written By Asmina Khatun

এখন মডার্ন যুগ। এখন যেমন স্মার্টফোন দামি দামি চকলেট যেমন dairy milk, KitKat,amul milk chocolate, 5star,snickers, milkybar প্রভৃতি চকলেট আবার দামি দামি বিস্কুটও উঠেছে যেমন dark fantasy, Jimjam,treat brust,bourbon, hide&seek প্রভৃতি।

কিন্তু আগে ছিল কত কম দামি দামি চকলেট বিস্কিট আর খেতেও খুব টেস্ট ছিল আর সবাই সেটা খেতেও পেত। এখন যেমন যাদের টাকা পয়সা আছে তারা খেতে পাবে আর যাদের নেই তারা খেতেও পারবেনা। আগে ৫০ পয়সার যেমন মূল্য ছিল কিন্তু এখনকার দিনে ৫০০ টাকার কোন মূল্য নেই আর ৫০০ টাকাতে কিছু কিছু এখন হয়েও না কিন্তু আগে ৫০ পয়সার অনেক কিছুই হতো। যত দিন যাচ্ছে সবকিছুর মূল্য যেন কমে যাচ্ছে। আগেকার ৫০ পয়সা যেমন সবার কাছে ৫০০ টাকার সমান।

এখনকার যেমন বাচ্চারা জন্মানোর পরেই ফোন হাতে পেয়ে যাচ্ছে। আবার সেটা হচ্ছে স্মার্টফোন, কিন্তু আগেকার দিনে এই স্মার্টফোন একটা বড় প্রাপ্তবয়স্ক মানুষও ব্যবহার করতে পারত না। আগের যুগে বাচ্চারা খেলাধুলা নিয়ে বেশি থাকতো তারা সকালে ঘুম থেকে উঠেই পড়তে বসে যেত বা পড়তে চলে যেত তারপর পড়া করে ওঠার পর স্কুলে চলে যেত স্কুল থেকে এসেই বিকালে তারা খেলাধুলা করতে লেগেছে তো। তারপর আবার সন্ধ্যেবেলায় তারা পড়তে বসে যেত। এই ছিল আগেকার যুগের ছোট ছেলেদের জীবন।

আর এখনকার যুগের ছেলেদের তারা সকালে ঘুম থেকে উঠেই স্মার্টফোন নিয়ে বসে পড়ল খেতে যাচ্ছে স্মার্টফোন নিয়ে। কার্টুন না দেখলে তারা খাবে না পড়তে বসবে না স্কুল থেকে এসেই তারা স্মার্টফোন নিয়ে বসে পড়ল। তাদের জীবনে খেলাধুলার করার কোন জায়গায় নেই। তাদের খেলাধুলা হচ্ছে কোন মাঠে না তাদের খেলাধুলা করার জায়গা হচ্ছে স্মার্টফোন গেম। আগেকার দিনের ছেলেমেয়েরা খেলা করত গুলি ড্যাং, হাডুডু, লুকোচুরি, ধরাধরি প্রভৃতি কিন্তু এখনকার ছেলেমেয়েরা ফোনেতে ফ্রি ফায়ার পাবজি এসব গেম।

এখনকার দিনের ছেলেমেয়েরা জীবনে যে আনন্দ জিনিসটা কি সেটাই তারা আর জানে না। তারা শুধু স্মার্টফোন ব্যবহার করতে শিখেছে। এইভাবে আমাদের জীবন থেকে সরে যাচ্ছে আস্তে আস্তে পুরনো দিনের সব স্মৃতি বিলুপ্ত হয়ে যাচ্ছে জীবনের আনন্দ খুশি জীবনটাকে যে কিভাবে আনন্দ উপভোগ করতে হয় সেটাই ভুলে গেছে এখনকার দিনের ছেলে মেয়েরা। আগে ছেলেমেয়েরা স্কুল থেকে পালিয়ে আসতো বৃষ্টিতে ভিজতো কলাপাতা মাথায় দিয়ে স্কুল থেকে ফেরা।

ধান উঠার সময় গরুর গাড়ি করে যাওয়া গরুর গাড়িতে বসে দোলনা করা, স্কুল থেকে ফেরার সময় যদি দেখা যেত খালি গরুর গাড়ি যাচ্ছে তখন গরুর গাড়ির পেছন ধরে ঝুলে ঝুলে যাওয়া ,সেই সব দিন যেন কোথায় হারিয়ে গেছে, ফিরে এসেছে ডিজিটাল যুগ তাতে কোন মজাও নেই। আনন্দও নেই।

স্কুল থেকে বন্ধুরা একসঙ্গে ফেরা মারামারি মজা, ঠাট্টা করে বাড়ি ফেরা। সেসব যেন কোথায় হারিয়ে গেছে এখন যে যার বাবা-মা ছেলেমেয়েদের কেউ গাড়ি করে কেউ বাইকে করে কেউ স্কুটি করে আনতে যাই। আগেকার দিনে প্রতিটা অনুষ্ঠানে সবাই সামিল হওয়া সবাই মিলে একসঙ্গে কাজ করা এসবের মজাটাই আলাদা।

এখনকার দিনে হয়ে গেছে, পয়সা দিয়ে কাজ করানো। ইভেন্ট ম্যানেজমেন্ট এ সাজাতে দিয়ে দেওয়া হয়। সবাই একসঙ্গে হাতে হাত মিলিয়ে আর কাজ করে না। কোথায় যেন হারিয়ে গেছে সেই খুশি আনন্দ পুরনো দিনের সবকিছু।

“হারানো সেই দিনের কথা,

ভুলবি কিরে হায়

ও সে চোখের দেখা ,প্রাণের কথা

সে কি ভোলা যায়”

12 Responses

  1. Owo… Aapnar lekha ta darun …
    Koto chotobelar kotha mone pore gelo ….
    Financial bepargulo biji na but onek ee ami nije ee korechi…
    Sob jeni chokher samne chole alo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: