ফেরারি বিকেল
এমন একটা বিকেল চাই প্রিয় মানুষটার কাছে, যে বিকেলে একে অপরে হাত ধরে নীরব রাস্তায় হেঁটে বেড়াবো। বাতাসে আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে যাবে । আর তা খুব যত্ন সহকারে কানের পাশে খুঁজে দেবে সে।
একটা রিক্সা নিয়ে সারা বিকেল ঘুরবো তার হাতে হাত রেখে । রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা নেব, আর সে তা নিজের হাতে একটা একটা করে পরম যত্নে নিয়ে খাইয়ে দিবে আমায়।
এরপর আরেকটু সামনে গিয়ে দুজন মিলে একটা আইসক্রিম ভাগ করে খাব। শুনেছি এই ছোট্ট ছোট্ট কাজগুলোতেও ভালোবাসার জন্ম হয়।
সে একটা বেলি ফুলের মালা নিয়ে আমার চুলে পরিয়ে দেবে।
একসাথে নৌকায় ঘুরবো আমরা । কুলকুল পানির শব্দ ভেসে আসবে কানে । সেই পানিতে আলতা লাগানো পা দুটো ডুবিয়ে রাখবো আমি। পানি নিয়ে খেলা করব। বাচ্চামতে মেতে উঠবো । সে কিছু বলবে না ,আমার বাচ্চামো দেখে হাসবে। আবার তার মুখে পানি ছিটিয়ে মারতে তার হাসি মুখ রেগে ফায়ার হয়ে যাবে। তখন আমি নিজেই হেসে দেবো ।
আসার সময় কাচের চুরির বায়না করব। এরপর সে চুরি নিয়ে আমার হাতে পরিয়ে দেবে।
তখন প্রায় সন্ধ্যা হয়ে যাবে। তার হাত ধরে কিছুটা পথ এগিয়ে গিয়ে দুই কাপ চা নবো দুজনে । বন্ধুর মত আড্ডা হবে আমাদের।
এরপর একটা রিক্সা ডেকে উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো আমরা।
হুড তোলা রিক্সায় সে আমাকে এক হাতে জড়িয়ে কপালে আলতো করে চুমু দিয়ে বলবে, ভালোবাসি। বাসায় ফিরব দুজনে। দিনটা থাকবে আমার কাছে খুব আনন্দের একটি দিন। আর এই আনন্দ আরও দ্বিগুণ বেড়ে যাবে। যখন সে আমার হাতে একগুচ্ছ গোলাপ দিয়ে বলবে ‘তোমার না গোলাপ খুব পছন্দের ?’
আমি মাথা দোলাবো । আর সে মুচকি হেসে গোলাপ গুচ্ছ টা আমার দিকে এগিয়ে দিয়ে বলবে ‘আর আমার পছন্দ হলে তুমি’। “
7 Responses
Akta prem kora nao tumi 😅😅sob somvob hoba
Vabchhi prem na direct biye kore nobo ki bolo 🤗
Hmm kora nao. Subho kaj aa dari kisar
Vabchi ebar prem na direct biye kore nobo ki bolo 🤗
Hmm kora nao. Subho kaj aa dari kisar
Bia hoya gala ato kichu mona hoi pawya jaba na
owo Darun