ছোটবেলা ও গ্রীষ্মের আমেজ

ছোটবেলা ও গ্রীষ্মের আমেজ

Written By Taniya Parvin

গ্রীষ্মকাল ……….
গ্রীষ্মকাল মানে আজকে আমাদের কাছে কোন শাস্তির থেকে কম কিছু নয় ।
কিন্তু একই সাথে আমাদের নিজ জীবনে নিয়ে আসে আলাদাই এক খুশির বন্যা।
ছোটবেলায় গ্রীষ্মের মানে না বুঝলেও আজ বুঝি গ্রীষ্মের এই সময় গুলো তখন ছিল ঠিক কতটা মধুর ।
গ্রীষ্ম মানেই ছিল ,প্রতিটা বাচ্চার কাছে আনন্দের জোয়ার ……
গ্রীষ্মে মানেই ছিল তখন ,আমাদের প্রিয় ফলের সময়….
গ্রীষ্ম মানেই ছিল ,গরমের ছুটির মজা….
গ্রীষ্ম মানেই ছিল ,রোজ বিকালে বন্ধুদের সঙ্গে নানান খেলায় মেতে ওঠা ……
গ্রীষ্ম মানেই তখন ছিল ,দুপুর বেলা না ঘুমিয়ে খেলতে যাওয়ার বায়না ধরা ……
গ্রীষ্ম মানেই তখন ছিল ,চুপিচুপি বন্ধুদের জানালা দিয়ে ডাকতে আসা ……
গ্রীষ্ম মানেই ছিল, রোজ দুপুরে আইসক্রিমের ভ্যানের আওয়াজ শুনেই তার দিকে ছুটে যাওয়া……..
গ্রীষ্ম মানেই ছিল, বিকালে কালবৈশাখীর ঝড়ে আম কুড়াতে বাড়ানো…..
গ্রীষ্ম মানেই তখন ছিল ,গরমের ছুটিতে মামার বাড়ি ঘুরতে যাওয়া……..
গ্রীষ্ম মানেই তখন ছিল ,গরমের অবকাশকালীন কাজগুলো একদিনের মধ্যেই শেষ করে ফেলা। যাতে রোজ পড়তে বসতে না হয়……..
গ্রীষ্ম মানেই তখন ছিল ,রোজ সন্ধ্যায় বৃষ্টির অপেক্ষায় থাকা । যাতে কারেন্ট গেলে আর পড়তে বসতে না হয়।..
গ্রীষ্ম মানেই তখন ছিল ,বৃষ্টির ফলে কাদা হয়ে যাওয়া মাঠে খেলার পর কাদা গায়ে নিয়ে বাড়ি এসে মায়ের বকা খাওয়া ……..

Dr Booking
http://www.drbooking.in


গ্রীষ্ম মানেই তখন ছিল ,জল ঢালা ভাত সাথে আলু ভর্তা….
গ্রীষ্ম মানে তখন ছিল, রোজ দুপুরে মায়ের হাতের সুস্বাদু রান্নার সাথে পাকা আম …..
গ্রীষ্ম মানেই তখন ছিল, রোজ দুপুরে জোর করে মায়ের ঘুম দিয়ে দেওয়া ……
গ্রীষ্ম মানেই তখন ছিল ,মায়ের ঘুমোনোর অপেক্ষায় থাকা। মা ঘুমিয়ে গেলেই বন্ধুদের সাথে চুপিচুপি বাইরে বেরিয়ে যাওয়া…..
গ্রীষ্ম মানেই তখন ছিল ,অতি গরমেও বন্ধুর সঙ্গে ছুটাছুটি করা…..
গ্রীষ্ম মানেই তখন ছিল, গাছের ছায়ায় বসে রান্না বাটি খেলা…….অতিরিক্ত গরমও যেন তখন আমাদের স্পর্শ করতে পারতো না । প্রচন্ড ঘেমে গেলেও খেলা ছেড়ে উঠতে মন চাইতো না ।
অথচ এখন, এক মুহূর্তের জন্য বাড়ি ছেড়ে বের হতে মন চাই না।
কোন কারনে যদি বাইরে যেতে হয় তাহলে বিরক্তিতে মনটা বিষিয়ে ওঠে ।
এই আমরা তখন বাড়িতে থাকব না বলে কত বাহানা করতাম ।
রোজ বিকালে কানামাছি ,ধরাধরি ,রান্না বাটি কত ধরনের খেলায় মেতে উঠতাম ।
আজ দুপুর বেলা ঘরের শোবার সময় বাইরে থেকে যখন বাচ্চাদের চিৎকার করার আওয়াজ আসে বিরক্ত হয়ে উঠি ।
কিন্তু তখন আমরা নিজেরাই এই আওয়াজ শুনে বাইরে যাওয়ার জন্য ছটফট করতাম।
সময়ের সাথে সাথে সবকিছু ঠিক কতটা পাল্টে যায়।
আগে এই আমরাই বন্ধুদের দেখলে বাড়িতে থাকতে চাইতাম না।
বাইরে চলে যাওয়ার জন্য বায়না করতাম ।
অথচ এখন পাখার নিচে থেকে বেরোতে ইচ্ছা হয় না ।
বয়সের সঙ্গে সঙ্গে গ্রীষ্মকালের মূল্য আমাদের কাছে কমে উঠেছে।
আগে এই গ্রীষ্মকালের অপেক্ষায় থাকা আমরা, এখন গ্রীষ্মকালের নাম শুনেই বিরক্তি প্রকাশ করতে থাকি।
সবকিছুর মাঝেও এই গ্রীষ্মকাল গড়ে তুলেছে প্রতিটা বাচ্চার মধ্যে নিজের জন্য বিশেষ জায়গা।
প্রতিটা বাচ্চার কাছে গ্রীষ্মকাল মানে হচ্ছে স্বপ্নের সময়।
গ্রীষ্মকালের গরম যেন তাদেরকে ছুঁতে পারে না।
সবশেষে বলবো …
গ্রীষ্মকাল মানে হচ্ছে এক অনুভূতি ……..
গ্রীষ্ম মানে হচ্ছে ছোটবেলায় সেই খেলার আমেজ……..
গ্রীষ্ম মানেই হচ্ছে ছোটবেলার সেই বুকফাটা হাসির শব্দ………..

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: