কলকাতা থেকে লন্ডনে বাস পথের খোঁজ!

কলকাতা থেকে লন্ডনে বাস পথের খোঁজ!

Written By Anushree Dasgupta

কোলকাতা টু লন্ডনের বাস রুট ছিলো বিশ্বের দীর্ঘতম বাস রুট। 1957 সাল থেকে1976 সাল পর্যন্ত চালু ছিলো এই রুট। আলবার্ট ট্রাভেল নামে একটা কোম্পানী এটা পরিচালনা করতো। এই রুটের দুরুত্ব ছিলো প্রায় 32669 কি.মি.। কোলকাতা থেকে লন্ডন পৌছাতে সময় লাগতো প্রায় 50 দিন। লন্ডন থেকে বেলজিয়াম, যুগস্লাভিয়া, তুরস্ক, ইরান, আফগানিস্থান ও পাকিস্থান হয়ে কোলকাতায় পৌছাতো। থাকা খাওয়াসহ বাসের টিকেটের মূল্য ছিলো 145 পাউন্ড। এই বাসে বই পড়ার ব্যবস্থা ছিলো, রেডিও ও গান শোনার ব্যবস্থা ছিলো। ছিলো ঘুমানোর জন্য বাঙ্কার, খাবারের জন্য ছিলো সুসজ্জিত কিচেন। যাত্রাপথে তাজমহলসহ বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার জন্য বিরতি দেওয়া হতো। এছাড়া ও শপিং করার জন্য ভিয়েনা, ইস্তানবুল, কাবুল ও তেহেরানে বিরতী দেওয়া হতো।

বিশ্বের দীর্ঘতম বাস রুটের বিষয়ে আপনি সংক্ষেপে খুব রুচিশীল তথ্য উপস্থাপন করেছেন। এই রুটে যাত্রীদের সুবিধা এবং ভ্রমণের অপরিসীম অভিজ্ঞতা নিশ্চিত করার জন্য একটি পরিপূর্ণ যাত্রা সেবা প্রদান করা হত। এই রুটে যাত্রীদের সাথে আরো কয়েকটি দেশের প্রশাসন করা হত, যা প্রাচীন সম্পর্ক এবং বৈশ্বিক সাংস্কৃতিক পরিবেশের দৃষ্টিকোন থেকে অন্যত্রের তালিকাভুক্ত ছিল। যাত্রাপথে ভিন্ন আকর্ষণীয় স্থান পরিদর্শনের জন্য কার্যকর বিরতি নেওয়া হত, যা ভ্রমণের অভিজ্ঞতা আরো মনোহর ও মনোরম করে তোলত। সাথে থাকা, খাওয়া এবং বিভিন্ন সুবিধা যেমন বই পড়া, রেডিও শোনা, এবং গানের আনন্দ অভিজ্ঞতা সুনাম প্রদান করে। সমগ্র পার্থক্যে, এই বাস রুটটি একটি অত্যন্ত সাহায্যকারী এবং মনোরম যাত্রা প্রদান করে, যা যাত্রীদের জীবনে অমূল্য স্মৃতি তৈরি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: