Bhangarh fort The Most Haunted Place in India

Bhangarh fort The Most Haunted Place in India

Written By Taniya Parvin

“Bhangarh fort” সম্পর্কে কমবেশি আমরা সকলেই জানি কিংবা শুনেছি ।
রাজস্থানে অবস্থিত” Bhangarh fort” কে “Most haunted place in India ” ও বলা হয়ে থাকে ।
যেখানে ভারত সরকার দ্বারা”Bhangarh fort”-এর আশেপাশে বোর্ড লাগানো হয়েছে, যে ‘এখানে সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার পর মানুষের প্রবেশ নিষিদ্ধ’।
কিন্তু কেন ?
ইন্ডিয়ার পাশাপাশি গোটা পৃথিবীতে”Bhangarh fort” Haunted নামে পরিচিত ।
কেন “Bhangarh fort” -এ মানুষের দিনের বেলাতেও যেতে ভয়ে বুক কেঁপে ওঠে ?
তাহলে জেনে নেওয়া যাক “Bhangarh fort” – এর ইতিহাস সম্পর্কে …………

অনেক সময় আগে, “Bhangarh fort” – এ রত্নাবতী নামের এক অত্যাধিক সুন্দর রাজকুমারী বাস করত।
কিন্তু সমস্যাটা শুরু হয়, যখন একজন তান্ত্রিকের নজর পড়ে রত্নাবতীর ওপর ।
তান্ত্রিকটি ছিল কালো জাদুতে অভিজ্ঞ এবং শয়তানের পূজারী ।
রাজকুমারীকে পাওয়ার নেশা যেন সব দিক থেকে তান্ত্রিক কে আঁকড়ে ধরেছিল ।
কিন্তু রাজকুমারী রত্নাবতী সেই তান্ত্রিকা দিয়ে কখনো তাকিয়েও দেখত না।
একদিন রাজকুমারীর একজন দাসী রাজকুমারীর জন্য চুলে দেওয়ার তেল বাজার থেকে কিনতে গিয়েছিল। এমন সময় তান্ত্রিকের চোখ যায় সেই দাসীর দিকে ।
সেই তান্ত্রিক তখন লুকিয়ে ,সেই তেলের উপর কালো জাদু করে দেয় ।
যেই ওই তেলটি ব্যবহার করবে ,সে সেই তান্ত্রিকের মোহে পড়ে যাবে এবং তার দিকে আকর্ষিত হয়ে , তার দিকে এগোতে শুরু করবে ।
কিন্তু দাসী যখন রাজকুমারীকে সেই তেলটি দিল, রাজকুমারী প্রথম দেখাতেই বুঝতে পারে যে এতে কালো জাদু করা আছে।


বুঝতে পেরে যাওয়ায় রাজকুমারী দাসীটিকে আদেশ দেয়, যেন সে তেলটি কোথাও ফেলে আসে ।
দাসীটি তখন সেই তেলটি একটি বিশাল বড় আকারের পাথরের ওপর ঢেলে দেয়।
কিন্তু তেলটি পাথরটির ওপর পড়ার সাথে সাথে পাথরটি তান্ত্রিকের দিকে আকর্ষিত হয়ে তান্ত্রিকের দিকে যাওয়া শুরু করে ।
যখন ভীষণ জোরে এবং দ্রুততার সাথে পাথরটি তান্ত্রিকের দিকে যাচ্ছিল ,তখন তান্ত্রিক হঠাৎই খেয়াল করে রাজকুমারীর বদলে একটি বিশাল বড় আকারের পাথর অতি দ্রুততার সঙ্গে তার দিকে ধেয়ে আসছে।
কিন্তু যতক্ষণে তান্ত্রিক সেটা বুঝতে পারল ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল ।
সেই বিশাল আকারের পাথরটি তান্ত্রিকের ওপর সজরে এসে পড়ল।
কিন্তু মৃত্যুর আগে সেই তান্ত্রিকটি “Bhangarh fort”কে একটি ভয়ানক অভিশাপ দিয়ে গেল।
এই অভিশাপ আজ পর্যন্ত কার্যকরী রয়েছে।
সেই তান্ত্রিকটি অভিশাপ দিয়েছিল যে …….

“যেই মানুষই “Bhangarh fort”ভেতর থাকবে তাদের সবার এক দিক থেকে মৃত্যু হয়ে যাবে! কিন্তু মরার পর কখনোই তাদের আত্মা মুক্তি পাবে না । সব সময়ের জন্য ওই “Bhangarh fort”মধ্যেই তাদের আত্মারা বন্দি থেকে যাবে। “

সেই দিন থেকে “Bhangarh fort” মধ্যে যারা যারা থাকতো এক এক করে সবাই মৃত্যুবরণ করতে লাগলো।
এবং তাদের আত্মারা এখনো পর্যন্ত শান্তি পাইনি।
এমনকি সেখানের আশে পাশে থাকা মানুষজন এটাও বলে যে ,সেই তান্ত্রিকের আত্মাও “Bhangarh fort” আশেপাশে ঘুরতে থাকে ।
আর এই কারণে সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার পর “Bhangarh fort” আশেপাশে কোন মানুষের যাওয়া নিষিদ্ধ।।।।।।

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: