অপূর্ণ প্রাপ্তি, কিছু জিনিস না পাওয়া ই থাক

অপূর্ণ প্রাপ্তি, কিছু জিনিস না পাওয়া ই থাক

Written By Taniya Parvin

অপূর্ণ প্রাপ্তি, কিছু জিনিস না পাওয়া ই থাক | আমি বলছি না ভালবাসতেই হবে ,
আমি চাই দিনশেষে একজন মানুষের মুখের সেই ছোট্ট হাসিটার কারণ হতে ।
বলছি না ভালবাসতেই হবে ,আমি চাই সন্ধ্যায় কারোর বাড়ি ফেরার প্রতীক্ষায় বসে থাকতে। সে যখন দরজা ধাক্কাবে সবার আগে নিজেকে দরজা খুলে দিতে ।
বলছি না ভালবাসতেই হবে, আমি চাই কাজ থেকে ফেরার পর কারোর ঘর্মাক্ত চেহারা নিজের আঁচল দিয়ে মুছে দিতে। তাকে জিজ্ঞাসা করতে “শরীর কি খুব ক্লান্ত এক গ্লাস শরবত আনি?”
বলছি না ভালবাসতেই হবে, আমি চাই কেউ কাজের ফাঁকে ফোন করে আমাকে জিজ্ঞাসা করুক আমি খেয়েছি কিনা।


আমি বলছি না ভালবাসতেই হবে ,আমি চাই দিনশেষে কেউ নিজের সারাদিনের ঘটনা আমাকে বলুক আর আমি তার নিঃসঙ্গতার সঙ্গী হই।
আমি বলছি না ভালবাসতেই হবে ,আমি চাই সকালে চোখ মেলার সাথে সাথে কারণ ঘুমন্ত চেহারার দিকে মুগ্ধ হয়ে চেয়ে থাকতে।
আমি বলছি না ভালবাসতেই হবে, আমি চাই কেউ আমাকে তার জন্য দরজা খুলে দেওয়ার অধিকার দিক।

ইচ্ছা পূরণের সঙ্গী নাই হোক কেউ আমাকে জিজ্ঞাসা করুক ‘তোমার চোখ এত লাল কেন?

2 Responses

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: