অভিশপ্ত ভালবাসা পর্ব 4

অভিশপ্ত ভালবাসা পর্ব 4

Written By Taniya Parvin

পরের দিন কলেজের পর …..
নুর দেখল যে পাথর যাচ্ছে….
নুর :দিশা আমার খুব দরকারি কাজ আছে। তুই চলে যা আমি আসছি।
দিশা: ঠিক আছে ……take care…..
নুর পাথরের পিছনে যেতে লাগলো ,পাথর কিছু একটা ভেবে পিছনে ঘুরতেই নূর লুকিয়ে পড়ল। কিন্তু পাথর খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তার পেছনে কে আসছে। নুর পাথরের পেছন করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে । পাথর যেই বাড়ির ভেতরে ঢুকে দরজা আটকাতে যাবে তখনই নুর তার সামনে চলে আসে।
নুর :ওই ……আমার কথাটা শোনো …..
পাথর :তুমি এখানে কেন? তোমাকে আমি আবারও বলছি আমার থেকে দূরে থাকো!!
নুর :তোমার সমস্যাটা কি ?আমাকে ইগনোর কেন করছ? পাথর :যাও এখান থেকে ….আমার কাছে একদম আসবেনা।
নুর: ও হ্যালো মিস্টার আমি জানি তুমি দেখতে সুন্দর। তাহলে এই না যে তুমি আমার সাথে রুডলি কথা বলবে।।। নিজেকে savage ভাবা বন্ধ কর …
ঠিক আছে আমি চলে যাচ্ছি !
নুর পেছনে ফিরে চলে যেতেই যাবে তার আগেই নুরের পা স্লিপ খায় ! নুর পড়ে যেতেই যাবে তার আগেই পাথর তাকে নিজের দিকে টেনে নেওয়ায় নুর সোজা এসে পাথরে বুকের সাথে ধাক্কা খায়। নুর মাথা উঠিয়ে পাথরে চোখের দিকে তাকায়….পাথর নিজেও নুরের দিকেই তাকিয়ে ছিল । এক অদ্ভুত অনুভূতি তৈরি হতে থাকে দুজনের মধ্যে।
হঠাৎ এই পাথরে খেয়াল আসে সে নুরকে ধরে রেখেছে। পাথর :এই তোমার চোখ নাই !!এখুনি পড়ে গেলে কি হতো শুনি…..
নুর: তাহলে তোমার কি?


পাথর :তুমি ভাবতেও পারবে না ঠিক কথাটা কেয়ার করি আমি ………
বলার পরপরই পাথর বুঝতে পারল সে ভুল কথা বলে ফেলেছে নুরের সামনে কথাটি বলা তার উচিত হয়নি । (কথাটি শোনার পরপরই নুরের চোখ চকচক করে ওঠে) নুর :তাহলে তুমি আমাকে ইগনোর করছো কেন ???
(কোন কথা না বলে পাথর দরজা বন্ধ করে দেয়)
নুর :তুমি আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিলে? ঠিক আছে এবার শুধু দেখতে থাকো আমি কি করি ….তুমি নিজে থেকে হেঁটে আমার কাছে আসবে!!(একটা শয়তানি হাসি দিয়ে বলল )
এটা কোহিনুর ফারুকীর ওয়াদা মিস্টার ইমরোজ খান পাথর।
বলেই নূর সেখান থেকে চলে গেল।
পরের দিন কলেজ ক্যান্টিনে ….
নুর দেখলো পাথর বসে রয়েছে । নুর সেদিকে একটা ভয়ানক লোক দিল. …..কিন্তু পাথরের চেহারায় কোনরকম পরিবর্তন দেখা গেল না। সে আগের মতই স্বাভাবিক।
নুর সেদিকে একটা হাসি দিয়ে চলে গেল ,যেখানে রুমান বসেছিল ।
নুর: আমি কি এখানে বসতে পারি ?
রুমান: অবশ্যই…..
নুর :সেদিনের জন্য আমি খুবই দুঃখিত রুমান।
নুর পাথরের কে দেখিয়ে রুমানের সাথে আরো ভালোভাবে কথা বলতে লাগলো। কিন্তু পাথরের চেহারা তখনও স্বাভাবিক।


নুর: চলো অন্য কোথাও যাওয়া যাক ….
রুমান: অবশ্যই…..
নুর পাথরের দিকে খেয়াল করে দেখল ….পাথরের চেহারা তখন স্বাভাবিক !
তাই নুর রুমানের আর একটু কাছে গিয়ে তার চেহারাতে হাত দিল।
নুর: চলো অন্য কথা যেখানে শুধু তুমি আর আমি….
রুমান নুরে হাতটা ধরল ।
পাথরের দৃষ্টি গভীর হলো ……তার চোয়ার শক্ত……মনে হচ্ছে এক্ষুনি তাকে মেরে ফেলবে।
নুর :তুমি এখানে অপেক্ষা করো আমি অর্ডারটা দিয়ে আসছি।
রুমান তার বন্ধুদের কাছে বসলো।
নুর পাথরে পাশ থেকে যাবার সময় তার দিকে একটু শয়তানি হাসি দিল।
সেটাই যেন পাথরের জন্য যথেষ্ট ছিল । পাথর উঠে রুমানের কাছে আসলো। পাথরের চোখ দুটো যেন যাকে খুশি ভয় পাওয়ানোর জন্য যথেষ্ট ছিল ।
সে এসেই রুমানের কলার ধরে টেনে ধরল।
রুমান :hey bro….কি হয়েছে এভাবে রেগে আছো কেন তুমি ?
পাথর :সাহস কি করে হলো তোমার ???
রুমান :bro just comedown…..(রুমান ভয় পেয়ে বলল )
পাথর :how dare you she is mine……
নুর এসে এই দৃশ্যটি দেখল…..


নুর: পাথর কি করছো ছাড়ো ওকে? ছাড়ো বলছি!!!পাথর ছেড়ে দিল । পাথরের চোখ দুটো দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সে কথাটা রেগে আছে। পাথর নুরের দিকে একবার তাকিয়ে সেখান থেকে চলে গেল।
পরের দিন ….
পাথর বই পড়ছে। তখনই নুর সেখানে উপস্থিত হল ।
পাথর: তুমি এখানে কেন ?
নুর :কেন আমি কি আসতে পারি না নাকি ????
পাথর: যাইহোক আমাকে বিরক্ত করবে না…..
নুর টেবিলের উপরটাই বসলো পাথর চেয়ারে বসে আছে।
ননুর:আমাকে একটা কথা বলো …..তুমি তো বলেছিলে যে আমার কোন কিছুতে তোমার যায় আসে না….তাহলে তুমি আমায় সেদিন বাঁচালে কেন??আর রোমানের সাথে ঝগড়াই বা কেন করলে? বল বল !!!
পাথর উঠে এসে টেবিলের উপর দিয়ে হাত দিয়ে নুরকে আটকে ফেলল…..হঠাৎ করেই নুর ভয় পেয়ে গেল। নিজেকে সামলে নুর বলল….
নুর: তুমি আমাকে মিথ্যা বলতে পারবে কিন্তু নিজেকে কি করে বলবে ?
পাথর নুরের কানের কাছে মুখে এনে বললো……
পাথর :আমি তোমাকে ভালবাসি নুর……কিন্তু তুমি আমাকে ভালোবাসা কিংবা প্রতিশ্রুতি করাটাই দিতে পারবে না ,যেমনটা আমি চাই তাই তোমার জন্য এটাই ভালো হবে যদি তুমি আমার থেকে দূরে থাকো ।
নুর :তুমি ঠিক কি বলতে চাইছো ?
পাথর নুরকে ছেড়ে দিল …..নুর সেখান থেকে উঠে যেতে লাগলো তার মাথায় পাথরের বলা কথা গুলোই ঘুরছে…নুর লাইব্রেরীর দরজার সামনে এসে দরজাটা ভেতর থেকে ব্লক করে দিল।
নুর দেখলো পাথর সেলফ থেকে বই নিচ্ছে ।
নুর আবারো পাথরের সামনে দাঁড়ালো ।
পাথর: আবার কি?


নুর এগিয়ে এসে পাথরকে দুই হাত দিয়ে জড়িয়ে ধরল। পাথর সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে রইল ।
পাথর :কি করছো নুর ……তুমি জানা তোমার থেকে দূরে থাকাটা আমার জন্য কতটা কষ্টের !তাহলে কেন এটা আমার জন্য আরও কঠিন করে দিচ্ছো।।।(রাগী গলায় পাথর বলল।)
নুর পাথরকে ছেড়ে দিয়ে পাথরের চেহারা নিজের হাতের মধ্যে নিল ।
নুর :তুমি জানো আমি ভাবতাম আমি কখনই কাউকে ভালবাসতে পারব না ……..কিন্তু এখন আমার মনে হয় সেটা তুমি ……আমি তোমাকে ভালোবাসি পাথর।।।।
(নুরের চোখ দুটো থেকে অনগত ঝড় অনবরত জল ঝরতে লাগলো )
নুর আবার পাথরকে জড়িয়ে ধরল । কিন্তু পাথর নুরকে ধরল না । নিজের হাত দুটো শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলো ।
নুর : I love you…I love you so much…
কথাগুলো যেন যথেষ্ট ছিল । পাথরও নুর কে শক্ত করে জড়িয়ে ধরল।
কিছু মুহূর্ত পর নুর বলল ।
নুর: আচ্ছা তুমি এই লকেটটা কেন পড়ে থাকো ?(লকেটটা দেখতে দেখতে নুর বলল )
পাথর :এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ …আমি যে এখানে আসতে পেরেছি সেটা শুধুমাত্র এটার জন্যই….তুমি বলতে পারো এটা আমার জীবন।
নুর পাথরের বলা কথাগুলি ভাবতে ভাবতে পাথরের বুকে মাথা ঠেকালো…..
নুর :আমি এটা অনুভব করতে পারছি না ……(নুর বিস্ময় ও অবাক হয়ে বলল)
পাথর :কি ???
(নুর আবারো নিজের কানটা পাথরের বুকের কাছে নিয়ে গেল ।)
নুর :তোমার হৃদ স্পন্দন আমি সেটা শুনতে পাচ্ছি না….এমন মনে হচ্ছে যেন তোমার হৃদপিণ্ড নাই!!!!
(নুরের কথায় তখনও বিস্ময়ের রেশ লেগে আছে )
পাথর: হয়তো আমি হার্টলেস……
নুর: চুপ কর….এটা কি করে সম্ভব !আমি তো কিছুই বুঝতে পারছি না।
পাথরে চলে যেতে যাচ্ছিল ।
নুর :পাথর শোন ….I lo…….
পাথর নুরের মুখে হাত দিয়ে কথাটা আটকে দেয় ।
পাথর :নুর তুমি জানো না এই তিনটি শব্দ আমার জীবনে কি !!এটা কখনো আর বলো না। আমি তোমাকে আবারও বলছি আমার প্রতিশ্রুতি চাই যেটা তুমি আমাকে দিতে পারবে না!
নুর: পাথর…………………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: