শুদ্ধের ধারা | সাধারণ বাড়ির মেয়েটার কথা | Part-5

শুদ্ধের ধারা | সাধারণ বাড়ির মেয়েটার কথা | Part-5

Written By Taniya Parvin

উত্তরে শুদ্ধ বলল ” আচ্ছা ধারা চাষিরা কি কাজ করেনা? চাষ করাটা কি কাজের মধ্যে পরে না? “
শুদ্ধের প্রশ্নে ধারা থতমত খেয়ে গেল। শুদ্ধ ধারার এরকম আচরনে হাসল।
শুদ্ধ আবার বলতে শুরু করল ” জানেন ধারা আমরা কখনও চাষ করাটাকে প্রফেশন হিসাবে নিতে পচ্ছন্দ করি না। কখন ও দেখবেন না একজন কৃষক গর্বের সাথে নিজেকে পরিচয় করাতে। অথচ আমাদের সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের মধ্যে এটি উন্নতম। আমি আমাদের কৃষকদের জন্য কিছু করতে চাই ধারা। আমি এগ্রিকালচার নিয়ে পরেছি কারন আমি আমার গ্রামের জমি আর চাষিদের খুব ভালবাসি আমি চাই তারা উন্নতি করুক। আমাদের সমাজে চাষিরা যতটা কষ্ট করে তার অর্ধেক পারিশ্রমিক ও পাই না। ফলন ও কখনো ভালো হতো না। আমি তাদের জন্য কিছু করতে চাই। “
ধারা শুদ্ধের কথা খুব মনযোগ সহকারে শুনল।
“সত্যি তো আমরা প্রফেশন হিসাবে মনে করি ডাক্তার, মাষ্টার, ইন্জিনিয়ার, বিজনেসম্যান । কৃষকদের আমরা কখন ই প্রফেশন হিসাবে বেছে নেই না। কিন্তু কৃষকরা আমাদের সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, আমাদের খাদ্য দেন। তারা না থাকলে কখনো খাদ্য গ্রহণ করতে পারতাম না। অথচ কৃষকরা আমাদের সমাজে কতটা অবহেলিত। “
এসব ভেবেই ধারা একটি দীর্ঘশ্বাস ছাড়ল।
শুদ্ধ আবারও বলতে শুরু করল” এই যে আম গাছের বাগানটি দেখছেন ধারা এই গুলি আমার ব্যাক আপ, আমার উদ্দেশ্য তো অন্য। “
ধারা কৌতূহল বশত জিজ্ঞাসা করল” অন্য উদ্দেশ্য বলতে? “
শুদ্ধের ধারার কৌতুহল দেখে অমায়িক হাসল।
ধারা আবারও মন্ত্র মুগ্ধ ভাবে শুদ্ধের হাসি দেখতে থাকল। ধারার কাছে শুদ্ধের হাসি একটা আসক্তির মতো। কই আগে তো কখনো কোন পুরুষের হাসিতে সে মুগ্ধ হয়নি, তাহলে এখন কেন? নাকি শ্যাম পুরুষটি তার একান্তই ব্যক্তিগত সেই জন্য শুদ্ধের সবকিছুতেই ধারা মুগ্ধ হয়!
ধারার ভাবতেই প্রশান্তি লাগে যে এই শ্যাপুরুষটি একান্তই তার ব্যক্তিগত যার উপর শুধুই ধারার অধিকার। ধারার মুখ জুড়ে উজ্জ্বলতা যুক্ত হাসি দেখা গেল।
শুদ্ধ আবার বলতে শুরু করল………………..

One Response

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share: