অভিশপ্ত ভালবাসা পর্ব 4
নুর পাথরের পিছনে যেতে লাগলো ,পাথর কিছু একটা ভেবে পিছনে ঘুরতেই নূর লুকিয়ে পড়ল। কিন্তু পাথর খুব ভালোভাবেই বুঝতে পেরেছে তার পেছনে কে আসছে। নুর পাথরের পেছন করতে করতে তার বাড়ি পর্যন্ত চলে এসেছে । পাথর যেই বাড়ির ভেতরে ঢুকে দরজা আটকাতে যাবে তখনই নুর তার সামনে চলে আসে।
নুর :ওই ……আমার কথাটা শোনো …..