আজ ২১এ ফেব্রুয়ারি, ভাষা দিবস। বিশ্বের দ্বিতীয় সাহিত্যিক ভাষা যা বহু রাজ্যের প্রথম ভাষা বলে গণ্য হয়েছে |আজকের এই দিনটি কে আমাদের মাতৃভাষা দিবস হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমরা গর্বিত যে আমরা বাঙালি। আমাদের ভাষা বাংলা। আমরা বাংলা ভাষায় কথা বলি।
এই ভাষা দিবস পালনের সঙ্গে চলে আসে রফিক, সালাম, বরকত ও আবদুল জব্বারদের নাম। কে ছিলেন এঁনারা?
আমাদের দেশ স্বাধীন হওয়ার পরেই ধর্মের ভিত্তিতে পাকিস্তান ভাগ হয়ে যায় দুটি খণ্ডে।
পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান।
পশ্চিম পাকিস্তানের ভাষা হল উর্দু এবং আমাদের পূর্ব পাকিস্তানের প্রধান ভাষা হল আমাদের গর্বিত এই বাংলা। ক্ষমতাসীন পাকিস্তানের সরকার উর্দু ঘেষা তাই পূর্ব পাকিস্তানের উপর শুরু থেকেই রুষ্ট। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়ার দাবিতে পূর্ব পাকিস্তানের মাটিতে শুরু হয় ভাষা আন্দোলন। ১৯৫২ সালে আজকের এই দিনে আনন্দরত ছাত্র ও সমাজকর্মীদের ওপর বর্বর পুলিশ গুলিবর্ষণ করলে রফিক, সালাম,আব্দুল জব্বার, শফিকুল, সালাম, বরকতসহ অনেক তরুণ শহীদ হন। তাই এই দিনটি ভাষা শহীদ দিবস হিসাবেও পরিচিত।
এইসব মুক্তিযোদ্ধাদের অক্লান্ত লড়াই ও আত্মত্যাগের পর আমাদের বাংলা স্বাধীন হয়, যে দেশের ভাষা ছিল বাংলা।
কিন্তু আমাদের এই নবীন প্রজন্ম বাংলা ভাষাকে বেশি ব্যবহার না করে ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব দিচ্ছে। এইভাবে আমাদের দেশ থেকে আস্তে আস্তে বাংলা ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে। কোন জায়গায় কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে সেখানে বলা হয় ইংরেজি স্কিল ভালো জানতে হবে বাংলাকে সেখানেও গুরুত্ব দেওয়া হচ্ছে না। সেখানে আমরা কোনরকম প্রতিবাদ করছি না কারণ আমাদের কাজের দরকার সেই জন্য আমরা ইংরেজিকেই প্রাধান্য দিচ্ছে। আর এমন করেই আমরা নবীন প্রজন্মরা ইংরেজিকে আমাদের মাতৃভাষার জায়গায় নিয়ে চলে আসছি। কিন্তু না এটা করলে হবে না আমাদেরকে মনে রাখতে হবে আমাদের মাতৃভাষা বাংলা আর একেই প্রাধান্য দিতে হবে, প্রত্যেকটা জায়গায় কাজের জন্য ইন্টারভিউ দিতে গেলে সেখানে যেন বাংলা ভাষা থাকে তার দিকেও নজর দিতে হবে আমাদের।
আর আমরা এই নবীন প্রজন্মরাই পারি বাংলা ভাষাকে ফিরিয়ে আনতে, ইংরেজি ভাষাকে সরিয়ে।
আমরা বাঙালি আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলায় আমাদের গর্ব।
9 Responses
দারুন লেখা 👍
Thank you so much 💖💖
You can learn lots of things from this kind of posts….
Language movement was a huge things for the bengoli community. More than 2000 of graduate student passed away for this movement.
Thanks a lot @Asmina mam
Thank you 😊 so much
বর্ণ পরিচয় বাংলা ভাষায়
আমার প্রথম হাতে খড়ি,
বাংলা আমার মধুর ভাষা
অপরূপ যে মাধুরী…🙏❤
লেখাটা পড়ে আবার বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হলাম। খুব সুন্দর লিখেছেন। ।🤍
Thank you 😊
বর্ণ পরিচয় বাংলা ভাষায়
আমার প্রথম হাতে খড়ি,
বাংলা আমার মধুর ভাষা
অপরূপ যে মাধুরী…🙏❤
লেখাটা পড়ে আবার বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হলাম। খুব সুন্দর লিখেছেন। ।🤍
বর্ণ পরিচয় বাংলা ভাষায়
আমার প্রথম হাতে খড়ি,
বাংলা আমার মধুর ভাষা
অপরূপ যে মাধুরী…🙏❤
লেখাটা পড়ে আবার বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হলাম। খুব সুন্দর লিখেছেন। ।🤍
@shrestha chakraborty thank you thank you so much 🙏 ❤️
বর্ণ পরিচয় বাংলা ভাষায়
আমার প্রথম হাতে খড়ি,
বাংলা আমার মধুর ভাষা
অপরূপ যে মাধুরী…🙏❤
লেখাটা পড়ে আবার বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হলাম। খুব সুন্দর লিখেছেন। ।